menu-iconlogo
logo

MANDO BOLE LOKE by PD

logo
Paroles
PAGLA_DA UPLOADS

মন্দ বলে লোকে

মূল শিল্পী-মুকেশ

Recreated by

Rupankar

(Duet গাইবার জন্য S1/S2 ভাগ)

S1ঃ-মন্দ বলে লোকে

বলুক না, বলুক না

হিংসে করে জ্বলে

জ্বলুক না,জ্বলুক না

S2ঃতবুও দুজনে কূজনে কূজনে তবুও,

তবুও দুজনে কূজনে কূজনে এসোনা এ পথ ভরিয়ে যাই,

S1ঃ-নতুন ছন্দ ঝরিয়ে যাই

মন্দ বলে লোকে

বলুক না বলুক না

Music

S1ঃ-কি হবে ওদের কাছে লুকিয়ে থেকে,

মনের আড়ালে আজ মনকে ঢেকে

কি হবে ওদের কাছে লুকিয়ে থেকে,

মনের আড়ালে আজ মনকে ঢেকে

এ মুখ ও মুখ হয়ে যদি হয় জানাজানি

তা হোক না

S2ঃ-তবুও দুজনে কূজনে কূজনে তবুও,

তবুও দুজনে কূজনে কূজনে এসোনা এ পথ ভরিয়ে যাই

নতুন ছন্দ ঝরিয়ে যাই

মন্দ বলে লোকে

বলুক না বলুক না

TRACK BY

PAGLA_DA

S2ঃ-কি হবে দুচোখে মিছে লজ্জা টেনে

সবাই এ কথা

আজ যাক না জেনে

কি হবে দুচোখে মিছে লজ্জা টেনে

সবাই এ কথা আজ যাক না জেনে

আকাশ বাতাস ভরে যদি চলে কানাকানি চলুক না

S1ঃ-তবুও দুজনে কূজনে কূজনে তবুও,

তবুও দুজনে কূজনে কূজনে এসোনা এ পথ ভরিয়ে যাই,

নতুন ছন্দ ঝরিয়ে যাই

মন্দ বলে লোকে বলুক না বলুক না

হিংসে করে জ্বলে

জ্বলুক না জ্বলুক না

(S1+S2-BOTH)

তবুও দুজনে কূজনে কূজনে এসোনা এ পথ ভরিয়ে যাই

নতুন ছন্দ ঝরিয়ে যাই

মন্দ বলে লোকে

বলুক না বলুক না