menu-iconlogo
logo

এই মধু জোসনায়

logo
Paroles
এই মধু জোসনায়,

এই মন শুধু চায়,

এসো না দু'জনে,আজ গল্প করি

একটু আবেষে,এ মনটা ভরি

এই মধু জোসনায়,

এই মন শুধু চায়,

এসো না দু'জনে আজ গল্প করি

একটু আবেষে,এ মনটা ভরি

এই মধু জোসনায়,

এই মন শুধু চায়,

এসো দু'জনে আজ গল্প করি..

গল্পটা বড় নয়,কথা খুব অল্প

তোমাকে আমি ভালবেসেছি..

অন্তরে ফোটা ফুল,নাম ভালবাসা

তোমাকে দিতেই আমি এসেছি..

গল্পটা বড় নয়,কথা খুব অল্প

তোমাকে আমি ভালবেসেছি..

অন্তরে ফোটা ফুল,নাম ভালবাসা

তোমাকে দিতেই আমি এসেছি

সুখের সোহাগে আমি যে মরি

এই মধু জোসনায়,

এই মন শুধু চায়,

এসো না দু'জনে আজ গল্প করি

একটু আবেষে,এ মনটা ভরি

এই মধু জোসনায়,

এই মন শুধু চায়,

এসো না দু'জনে আজ গল্প করি

জায়গাটা নির্জন

এ বুকের মাঝে তুমি আসো না,

মিলনের এই পথ,লাগে বড় মধুময়

প্রেমেরি স্রোতে আজ ভাসনা

আশেপাশে কেউ নাই,

জায়গাটা নির্জন

এ বুকের মাঝে তুমি আসো না,

মিলনের এই পথ,লাগে বড় মধুময়

প্রেমেরি স্রোতে আজ ভাসনা

তুমি যে আমার আশারই প্রদীপ

এই মধু জোসনায়,

এই মন শুধু চায়,

এসো না দু'জনে আজ গল্প করি

একটু আবেষে,এ মনটা ভরি

এই মধু জোসনায়,

এই মন শুধু চায়,

এসোনা দু'জনে আজ গল্প করি,

একটু আবেষে,এ মনটা ভরি

লা..লা..লা.. লা..লা..

লা..লা..লা.. লা..লা..

লা..লা..লা.. লা..লা..