মেয়ে: সাগরের ঢেউ বলে তীর পেয়েছি
আকাশের পাখি বলে নির পেয়েছি
এই মন...........বলে....
আমি সুখী হয়েছি, সুখী হয়েছি
ছেলে: সাগরের ঢেউ বলে তীর পেয়েছি
আকাশে পাখি বলে নির পেয়েছি
এই মন...........বলে....
আমি সুখী হয়েছি, সুখী হয়েছি
ছেলে: আ হা...হা হা আ হা হা হা..
মেয়ে: একদিন দুটি চোখে স্বপ্ন ছিল
তোমাকে পেয়ে তা সত্যি হলো
ছেলে: একদিন এই জীবনে আশা ছিল
তোমাকে পেয়ে তা পূর্ণ হলো
মেয়ে: আর কোন চাওয়া নেই
আর কোন পাওয়া নেই
সবই যেন পেয়ে গিয়েছি....
ছেলে: সাগরের ঢেউ বলে তীর পেয়েছি
আকাশে পাখি বলে নিড় পেয়েছি
মেয়ে: এই মন...........বলে....
আমি সুখী হয়েছি, সুখী হয়েছি
ছেলে: জীবনে যে এত সুখ জানা ছিল না
মরনেও তুমি মোরে, ছেড়ে যেওনা
মেয়ে: ও ও বন্ধন খুলে কভু দিওনা গো
চিরদিন আমাকে বুকে রেখো
ছেলে: আর কথা বলার নেই
আর পথে চলা নেই
ঠিকানা যে খুঁজে পেয়েছি......
মেয়ে: সাগরের ঢেউ বলে তীর পেয়েছি
আকাশে পাখি বলে নির পেয়েছি
ছেলে: এই মন...........বলে....
আমি সুখী হয়েছি, সুখী হয়েছি
মেয়ে: এই মন...........বলে....
আমি সুখী হয়েছি, সুখী হয়েছি