তোমাকে চিনি না,নাম ও জানিনা
তবু কেন মনে হয়, কতো চেনা জানা
শিল্পী :খালিদ হাসান মিলু&কঁনক চাপা
প্রথম অংশ:ছেলে দ্বিতীয় অংশ:মেয়ে
তোমাকে চিনি না, নামও জানিনা
তবু কেন মনে হয়, কতো চেনা জানা
তোমাকে চিনি না, নামও জানিনা
তবু কেন মনে হয়, কতো চেনা জানা
ইস্মুলের পরিবেশ সুন্দর ভাবে বজায় রাখুন
প্লিজ গানটি কেও কপি
অথবা রি আপলোড করবেন না
নতুন নতুন গান পেতে
যুগ যুগ ধরে,এই অন্তরে..
তুমি যেন ছিলে, আজোও তুমি আছো..
কতো যে আপন তুমি,এ জীবনে আমার
মন থেকে প্রানে,যেন মিশে গেছো
তোমাকে চিনি না,নামও জানিনা
তবু কেন মনে হয়,কতো চেনা জানা
তোমাকে চিনি না, নামও জানিনা
তবুও কেন মনে হয়, কতো চেনা জানা
তুমি শুধু তুমি,আমারি জন্য
তুমি ছাড়া এ জীবন হবেনা তো পূনো
তোমাকে হারালে হারাবো যে বিশ্বাস
থেমে যাবে নিশ্বাস, হবে সবি শূনো
তোমাকে চিনি না,নামও জানিনা
তবু কেন মনে হয় কতো চেনা জানা
তোমাকে চিনি না নামও জানিনা
তবু কেন মনে হয় কতো চেনা জানা