menu-iconlogo
logo

Ek Jibon

logo
avatar
shahid/Shuvomitalogo
🌈༺➳🅼🅰🅺🅻🅸🅽🌈༻🆅🅻🅼logo
Nyanyi di Aplikasi
Lirik
এক জীবনে এর চেয়ে বেশী আমার যে

আর চাওয়ার কিছু নাই

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখেরই দেশে হারিয়ে

হুহুম,দিন গেল মাস গেল গেল বহু বছর

তবু যেনো শেষ হয়না ভালবাসার প্রহর ?

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখেরই দেশে হারিয়ে

হুহুম,তুমি আমি ভালবেসে থাকবো জীবন ভর

মরন যেনো আমাদের করে না গো পড়

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখেরই দেশে হারিয়ে

Ek Jibon oleh shahid/Shuvomita - Lirik & Cover