এক জীবনে এর চেয়ে বেশী আমার যে
আর চাওয়ার কিছু নাই
ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখেরই দেশে হারিয়ে
হুহুম,দিন গেল মাস গেল গেল বহু বছর
তবু যেনো শেষ হয়না ভালবাসার প্রহর ?
ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখেরই দেশে হারিয়ে
হুহুম,তুমি আমি ভালবেসে থাকবো জীবন ভর
মরন যেনো আমাদের করে না গো পড়
ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখেরই দেশে হারিয়ে