রাতের গায়ে জোনাক যেমন জ্বলে
তারার সাথে আকাশ কথা বলে
রাতের গায়ে জোনাক যেমন জ্বলে
তারার সাথে আকাশ কথা বলে
আমি তেমন করে'ই বলবো কথা
আমার প্রিয়ার সাথে
আমি তেমন করে'ই বলবো কথা
আমার প্রিয়ার সাথে
ওগো রাত তুমি, দীঘল হয়ে যাও
ওগো চাঁদ তুমি, জোছনা ছড়াও
-==আপলোড বাই মজিবুর==-
সে এলে পায়ের নুপুর
বাজবে রিনি ঝিনি
===============
সে এলে হাতের কাকন
বাজবে কিনি কিনি
===============
সে যে বিনি সুতার মালা দেবে হাতে
সে যে বিনি সুতার মালা দেবে হাতে
ওগো রাত তুমি, দীঘল হয়ে যাও
ওগো চাঁদ তুমি, জোছনা ছড়াও
-==আপলোড বাই মজিবুর==-
সে এলে আদর করে
রাখবো বুকে বুকে
=============
আকাশ যেমন চাঁদকে
রাখে চোখে চোখে
==============
আহা মধুর মিলন হবে যে এই রাতে
আহা মধুর মিলন হবে যে এই রাতে
ওগো রাত তুমি, দীঘল হয়ে যাও
ওগো চাঁদ তুমি, জোছনা ছড়াও
রাতের গায়ে জোনাক যেমন জ্বলে
তারার সাথে আকাশ কথা বলে
আমি তেমন করে'ই বলবো কথা
আমার প্রিয়ার সাথে
আমি তেমন করে'ই বলবো কথা
আমার প্রিয়ার সাথে
ওগো রাত তুমি, দীঘল হয়ে যাও
ওগো চাঁদ তুমি, জোছনা ছড়াও
==============
হুম...হুম...হুম...হুম...
হুম...হুম...হুম...হুম....
====ধন্যবাদ====