menu-iconlogo
logo

Tomake Dekhar Pore

logo
가사
মেয়েঃ তোমাকে দেখার পরে এই জানলাম

ছেলেঃ যাকে মন চেয়েছিলো,তাকেই পেলাম

মেয়েঃ তোমাকে দেখার পরে এই জানলাম

যাঁকে মন চেয়েছিলো তাকেই পেলাম

চোঁখে স্বপ্ন ছিলো, শুধু যাকে ঘিরে

অনেক খোঁজার পর তাকেই পেলাম

ছেলেঃ ও..তোমাকে দেখার পরে এই জানলাম

যাঁকে মন চেয়েছিলো,তাকেই পেলাম

চোঁখে স্বপ্ন ছিলো, শুধু যাঁকে ঘিরে

ও অনেক খোঁজার পর তাকেই পেলাম

মেয়েঃ তোমাকে দেখার পরে এই জানলাম

ছেলেঃ হ্যাঁ যাঁকে মন চেয়েছিলো তাকেই পেলাম....

-==আপলোড বাই মজিবুর==-

মেয়েঃ এলাম তোমার এই মনের ঘরেতে

রেখোগো আমারে, আপন করে

===============

ছেলেঃ হো. এলাম তোমার এই মনের ঘরেতে

রেখোগো আমারে, আপন করে

মেয়েঃ হো. প্রেমের স্রোতে ভেসে

তোমার কূলে এসে

জানিনা কখন যে হারিয়ে গেলাম

ছেলেঃ হো. তোমাকে দেখার পরে এই জানলাম

যাঁকে মন চেয়েছিলো তাকেই পেলাম

মেয়েঃ হো. তোমাকে দেখার পরে এই জানলাম

যাঁকে মন চেয়েছিলো তাকেই পেলাম....

ছেলেঃ হো..ও....ও....ও

হো..ও....ও....ও

মেয়েঃ আ...আ....আ....আ.....

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ‌ দাওনা কথা ওগো, হাত দু’টি ধরে

রাখবে সুখী করে, প্রেমেরই ডোরে

===============

মেয়েঃ দাওনা কথা ওগো, হাত দু’টি ধরে

রাখবে সুখী করে প্রেমেরই ডোরে

ছেলেঃ ও.. তোমার চোঁখের ভাষা

যার নাম ভালোবাসা

মনে মনে দু’জনে তা পড়ে যে নিলাম

মেয়েঃ হো..তোমাকে দেখার পরে এই জানলাম

যাঁকে মন চেয়েছিলো তাকেই পেলাম

ছেলেঃ তোমাকে দেখার পরে এই জানলাম

যাঁকে মন চেয়েছিলো তাকেই পেলাম

মেয়েঃ চোঁখে স্বপ্ন ছিলো, শুধু যাকে ঘিরে

অনেক খোঁজার পর, তাকেই পেলাম

ছেলে/মেয়েঃ ও..তোমাকে দেখার পরে এই জানলাম

যাঁকে মন চেয়েছিলো তাকে পেলাম..

=====ধন্যবাদ=====

Tomake Dekhar Pore - কুমার শানু/সাধনা সরগম/আগুন জ্বলবেই - 가사 & 커버