ছেলেঃ তোমার মনের ভাষা কে জানি
মনের আশাকে জানি
তোমার মনের ভাষা কে জানি
মনের আশা কে জানি
ও..সব কিছু তোমার
জেনে গেছি আমি
তাই তো আপন বলে মানি...
মেয়েঃ তোমার মনের ভাষা কে জানি
মনের আশা কে জানি
-=আপলোড বাই মজিবুর=-
আমার আকাশে একটাই সূর্য
হয়ে তুমি দাও যত আলো
ছেলেঃ আমার রাতের চাঁদ হয়ে তুমি
কত না ঝলমল জোছনা ঢালো
=============
মেয়েঃ আমি ছাড়া আর এত প্রিয়জন
কেউ নেই আর তোমার কাছে
ছেলেঃ তুমি আছো তাই এই বিশ্বাসে
প্রতিদিনের এই প্রাণ যে বাঁচে
মেয়েঃ তুমি তো সরাও যা কিছু ক্লান্তি
ছেলেঃ তুমি তো ছড়াও যা কিছু শান্তি
মেয়েঃ মেনেছি তোমার বন্ধনী...
ছেলেঃ তোমার মনের ভাষা কে জানি
মনের আশা কে জানি
ও..সব কিছু তোমার
জেনে গেছি আমি
তাই তো আপন বলে মানি...
মেয়েঃ তোমার মনের ভাষা কে জানি
মনের আশা কে জানি
====ধন্যবাদ====