menu-iconlogo
logo

*তোমার মনের ভাষাকে জানি

logo
avatar
কুমার শানু ও অলকা ইয়াগনিকlogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛logo
앱에서 노래 부르기
가사
ছেলেঃ তোমার মনের ভাষা কে জানি

মনের আশাকে জানি

তোমার মনের ভাষা কে জানি

মনের আশা কে জানি

ও..সব কিছু তোমার

জেনে গেছি আমি

তাই তো আপন বলে মানি...

মেয়েঃ তোমার মনের ভাষা কে জানি

মনের আশা কে জানি

-=আপলোড বাই মজিবুর=-

আমার আকাশে একটাই সূর্য

হয়ে তুমি দাও যত আলো

ছেলেঃ আমার রাতের চাঁদ হয়ে তুমি

কত না ঝলমল জোছনা ঢালো

=============

মেয়েঃ আমি ছাড়া আর এত প্রিয়জন

কেউ নেই আর তোমার কাছে

ছেলেঃ তুমি আছো তাই এই বিশ্বাসে

প্রতিদিনের এই প্রাণ যে বাঁচে

মেয়েঃ তুমি তো সরাও যা কিছু ক্লান্তি

ছেলেঃ তুমি তো ছড়াও যা কিছু শান্তি

মেয়েঃ মেনেছি তোমার বন্ধনী...

ছেলেঃ তোমার মনের ভাষা কে জানি

মনের আশা কে জানি

ও..সব কিছু তোমার

জেনে গেছি আমি

তাই তো আপন বলে মানি...

মেয়েঃ তোমার মনের ভাষা কে জানি

মনের আশা কে জানি

====ধন্যবাদ====

*তোমার মনের ভাষাকে জানি - কুমার শানু ও অলকা ইয়াগনিক - 가사 & 커버