ছেলেঃ মুখে মুখে রটে যাবে
আমাদের প্রেম কাহিনী
মুখে মুখে রটে যাবে
আমাদের প্রেম কাহিনী
অভাক হয়েই দেখবে দুনিয়া
করবে সবাই কানা কানি..
মেয়েঃ মুখে মুখে রটে যাবে
আমাদের প্রেম কাহিনী
মুখে মুখে রটে যাবে
আমাদের প্রেম কাহিনী
অভাক হয়েই দেখবে দুনিয়া
করবে সবাই কানা কানি..
ছেলেঃ মুখে মুখে রটে যাবে
আমাদের প্রেম কাহিনী
মেয়েঃ মুখে মুখে রটে যাবে
আমাদের প্রেম কাহিনী
-===আপলোড বাই মজিবুর==-
ছেলেঃ তোমার এ হাত যে ধরেছি
মরন এলেও আমি ছারবোনা
মেয়েঃ যতোইনা মানুষ দিক বাধা
প্রেমের খেলায় আমি হারবোনা
===============
ছেলেঃ তোমার এ হাত যে ধরেছি
মরন এলেও আমি ছারবোনা
মেয়েঃ যতোইনা মানুষ দিক বাধা
প্রেমের খেলায় আমি হারবোনা
ছেলেঃ তুমি আমার দিন তুমি যে রাত
তোমায় নিয়ে দিন কাটাবো
মেয়েঃ একটি পলক যদি দূরেতে যাও
আমার এ ছায়াকে পিছে পাঠাবো
ছেলেঃ আজ যা বলবো ভালোবাসায়
কাল হবে তা প্রেমের বানী..
মেয়েঃ মুখে মুখে রটে যাবে
আমাদের প্রেম কাহিনী
ছেলেঃ মুখে মুখে রটে যাবে
আমাদের প্রেম কাহিনী
-===আপলোড বাই মজিবুর==-
মেয়েঃ এখন প্রেমের বড় অসময়
পারি জাত ফুল আর ফুটছে না
ছেলেঃ দেহের ভাষায় নয় মনের ভাষায়
কথা বলার লোক জুটছেনা
===============
মেয়েঃ এখন প্রেমের বড় অসময়
পারি জাত ফুল আর ফুটছে না
ছেলেঃ দেহের ভাষায় নয় মনের ভাষায়
কথা বলার লোক জুটছেনা
মেয়েঃ তবু মরুর এই মাঠিতে
একটি বাগান আমি সাজাবো
ছেলেঃ এ ভালোবাসার রাগ রাগিনী
নতুন সুরে তালে বাজাবো
মেয়েঃ ইতিহাসেতে থাকবে লেখা
আমাদের এই জীবনি..
ছেলেঃ মুখে মুখে রটে যাবে
আমাদের প্রেম কাহিনী
মেয়েঃ মুখে মুখে রটে যাবে
আমাদের প্রেম কাহিনী
ছেলেঃ অভাক হয়েই দেখবে দুনিয়া
করবে সবাই কানা কানি
মেয়েঃ মুখে মুখে রটে যাবে
আমাদের প্রেম কাহিনী
ছেলেঃ মুখে মুখে রটে যাবে
আমাদের প্রেম কাহিনী
====ধন্যবাদ====