menu-iconlogo
huatong
huatong
avatar

আমি রাখি যারে মনের ঘরে

মনির খানhuatong
missmouth500huatong
가사
기록
আমি রাখি যারে মনের ঘরে...

শিল্পীঃ মনির খাঁন।

আমি রাখি যারে মনের ঘরে

সে আমারে পর করে

রাখি যারে মনের ঘরে

সে আমারে পর করে...

ওরে আর কত দেখবো রে আমি

দুঃখের নমুনা....আ...আ...

একটা ভালবাসার মানুষ পাইলাম না

একটা ভালবাসার মানুষ পাইলাম না

আমি রাখি যারে মনের ঘরে

সে আমারে পর করে

ওরে আর কত দেখবো রে আমি

দুঃখের নমুনা....আ...আ...

একটা ভালবাসার মানুষ পাইলাম না

একটা ভালবাসার মানুষ পাইলাম না...

ফাগুন মাসের আগুন জ্বলে

বুকে দিবানিশি.....

দুই নয়নে অশ্রু ঝরে

আমার বারো মাসি

ফাগুন মাসের আগুন জ্বলে

বুকে দিবানিশি

দুই নয়নে অশ্রু ঝরে

আমার বারো মাসি

ওরে আর কত দেখবো রে আমি

দুঃখের নমুনা....আ...আ...

একটা ভালবাসার মানুষ পাইলাম না

একটা ভালবাসার মানুষ পাইলাম না...

সুখের ঘরে দুঃখের ছায়া

আলোর ঘরে আঁধার.....

যারে ভাবি আপন আমি

হয়না সে আমার

সুখের ঘরে দুঃখের ছায়া

আলোর ঘরে আঁধার

যারে ভাবি আপন আমি

হয়না সে আমার

ওরে আর কত দেখবো রে আমি

দুঃখের নমুনা....আ...আ...

একটা ভালবাসার মানুষ পাইলাম না

একটা ভালবাসার মানুষ পাইলাম না...

আমি রাখি যারে মনের ঘরে

সে আমারে পর করে

রাখি যারে মনের ঘরে

সে আমারে পর করে...

ওরে আর কত দেখবো রে আমি

দুঃখের নমুনা....আ...আ...

একটা ভালবাসার মানুষ পাইলাম না

একটা ভালবাসার মানুষ পাইলাম না

আমি রাখি যারে মনের ঘরে

সে আমারে পর করে

ওরে আর কত দেখবো রে আমি

দুঃখের নমুনা....আ...আ...

একটা ভালবাসার মানুষ পাইলাম না

আমি ভালবাসার মানুষ পাইলাম না।

মনির খান의 다른 작품

모두 보기logo

추천 내용