menu-iconlogo
huatong
huatong
avatar

ক্ষত বিক্ষত করে দাও আমাকে khoto bikkhot

মনির খানhuatong
sarahgeorgdonnerhuatong
가사
기록
আধুনিক গান

ক্ষত বিক্ষত করে দাও আমাকে

হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে।

ক্ষত বিক্ষত করে দাও আমাকে

হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে।।

আঘাতের পর আঘাত করো,

শুধু ছুঁয়োনা আমার হৃদয়টাকে,

হৃদয়ে আমার অঞ্জনা থাকে।

হৃদয়ে আমার অঞ্জনা থাকে।

ক্ষত বিক্ষত করে দাও আমাকে

হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে।।

আজ কেনো চোখ থেকে

অঝোর ধারায় জল ঝরছে

বুঝি আজ অঞ্জনা

আমাকে খুবই মনে করছে,

আজ কেনো চোখ থেকে

অঝোর ধারায় জল ঝরছে

বুঝি আজ অঞ্জনা

আমাকে খুবই মনে করছে ।

এ দুটি চোখের করোনা দাফন,

মাটি চাপা দাও আমার দেহটাকে,

দু চোখে আমার অঞ্জনা থাকে।

দু চোখে আমার অঞ্জনা থাকে।।

ক্ষত বিক্ষত করে দাও আমাকে

হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে।।

অঞ্জনা ফিরে এসো

একথা এ মন কেনো বলছে?

তবে কি গো অঞ্জনা

স্মৃতির চিতায় শুধু জ্বলছে?।।

অঞ্জনা ফিরে এসো

একথা এ মন কেনো বলছে?

তবে কি গো অঞ্জনা

স্মৃতির চিতায় শুধু জ্বলছে?।।

মরণের পর আবারও মারো,

শুধু ছুঁয়োনা আমার এ মনটাকে,

এ মনে আমার অঞ্জনা থাকে।

এ মনে আমার অঞ্জনা থাকে।।

ক্ষত বিক্ষত করে দাও আমাকে

হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে।।

আঘাতের পর আঘাত করো,

শুধু ছুঁয়োনা আমার হৃদয়টাকে,

হৃদয়ে আমার অঞ্জনা থাকে।।

হৃদয়ে আমার অঞ্জনা থাকে।

ক্ষত বিক্ষত করে দাও আমাকে

হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে।

ধন্যবাদ আপনাকে ঃ

মনির খান의 다른 작품

모두 보기logo

추천 내용