menu-iconlogo
huatong
huatong
avatar

StarTracker - Aag Bariye Keu Bhalobasi Bole na - আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না

Emon Chowdhury/ Nandita/Ritu Raj/Ritu Rajhuatong
Star★Trackerhuatong
가사
기록
---Track By---

—Star Tracker—

[F]তুমি সময় করে এসো আমার ঘরে

আমি ঘর বেঁধেছি তেপান্তরের পরে

আমার ঘরে কভু উনুন জ্বলে না

আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না

আগ বাড়িয়ে কেউ ভালোবাসি হুমহুম

—Star Tracker—

[m] হুম তুমি সময় করে এসো আমার ঘরে

আমি ঘর বেঁধেছি তেপান্তরের পরে

আমার ঘরে কভু উনুন জ্বলে না

আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না না না

আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না

—Star Tracker—

[f] তুমি ছুঁয়ে দিও নদীর জল তোমার হাতে

আমি ডুব দিয়ে স্নান করে নেব নেবই তাতে

[m] একই চাঁদের আলো মাখবো দুজন গায়ে

তুমি ফুলের নূপুর পরো তোমার পায়ে

তুমি ফুলের নূপুর পরো তোমার পায়ে

[f] আমার ঘরে কভু উনুন জ্বলে না

[m] আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না

[both] আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না না

আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না

তুমি সময় করে এসো আমার ঘরে

আমি ঘর বেঁধেছি তেপান্তরের পরে

আমার ঘরে কভু উনুন জ্বলে না

আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না

আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না না

আগ বাড়িয়ে কেউ ভালোবাসি হুম হুম

—Star Tracker—

Emon Chowdhury/ Nandita/Ritu Raj/Ritu Raj의 다른 작품

모두 보기logo

추천 내용