আমার প্রান ধরিয়া মারো টান
মনটা করে আনচান
আমার প্রান ধরিয়া মারো টান
মনটা করে আনচান ।
জোয়ার নদীর উতল বুকে
প্রেমের নৌকা উজান বায়
জোয়ার নদীর উতল বুকে
প্রেমের নৌকা উজান বায় ।
বারে বারে বন্ধু তোমায়
দেখিতে মন চায়
বারে বারে বন্ধু তোমায়
দেখিতে মন চায়
আমার প্রান ধরিয়া মারো টান
মনটা করে আনচান
আমার প্রান ধরিয়া মারো টান
মনটা করে আনচান
জোয়ার নদীর উতল বুকে
প্রেমের নৌকা উজান বায়
জোয়ার নদীর উতল বুকে
প্রেমের নৌকা উজান বায়
বারে বারে বন্ধু তোমায়
দেখিতে মন চায়
বারে বারে বন্ধু তোমায়
দেখিতে মন চায়
Arranged by Shydur Rahman