তোমার কথার মালায় মন বাঁন্ধিতে চাই
গুনগুন গুনগুন সুরে সুরে গানে পাইলো ঠাই
তোমার কথার মালায় মন বাঁন্ধিতে চাই
গুনগুন গুনগুন সুরে সুরে গানে পাইলো ঠাই
পথ চলিবো রাত জাগিবো
জাগিবো অমাবস্যারই ডর
পথ চলিবো রাত জাগিবো
জাগিবো অমাবস্যারই ডর
তোমার লাগি পথের ধারে বাঁধলাম ঘর তোমার লাগি হো
তোমার লাগি পথের ধারে বাঁধলাম ঘর তোমার লাগি হো
তোমার কথার মালায় মন বাঁন্ধিতে চাই
গুনগুন গুনগুন সুরে সুরে গানে পাইলো ঠাই
তুমি হইলা আকাশের চাঁদ
আমি খালি দেখি রে
ছুঁতে পাইনা এতো রুপ তাই
রুপার আলোয় মাখি
হো তুমি হইলা আকাশের চাঁদ
আমি খালি দেখি রে
ছুঁতে পাইনা এতো রুপ তাই
রুপার আলোয় মাখি
দূরে থাকো সেটাই ভালো
কাছে আসলে ডর
দূরে থাকো সেটাই ভালো
কাছে আসলে ডর
তোমার লাগি পথের ধারে বাঁধলাম ঘর তোমার লাগি হো
তোমার লাগি পথের ধারে বাঁধলাম ঘর তোমার লাগি হো
তোমার কথার মালায় মন বাঁন্ধিতে চাই
গুনগুন গুনগুন সুরে সুরে গানে পাইলো ঠাই