menu-iconlogo
huatong
huatong
avatar

Baaji (Coke Studio Bangla)

Emon Chowdhury/Hashim Mahmudhuatong
eevaliisa1huatong
가사
기록
অ মোসেগ্যামারা মাআা প্যায়

ইয়ে হ্নাংবয়ই গি মা মংথো

ও ক্রাপা দোংলং ক্রা রঅ্মংলে

ও ক্রাপংগি মারা যা আখাহা

ইয়া পংব্যইগি মা লেরা

ক্রাপং কোখ্যা রাতোজোইমা

মোও হ্নইখিংলে

নায়ানে দানে দানে

নায়ানে দানে

নায়ানে দানে দানে এএএএএএ

নায়ানে দানে দানে

নায়ানে দানে

নায়ানে দানে দানে এএএএএএ

ও গঙ্গা যদি যাইতে পারি

তোমায় আমি পাইতে পারি

ভ্রমর কালো নদী

ও গঙ্গা যদি যাইতে পারি

তোমায় আমি পাইতে পারি

ভ্রমর কালো নদী

তরী যদি বাইতে পারি

সাদা পাল উড়াইতে পারি

ভ্রমর কালো নদী

নদীতে তুফান উঠিলে

পানি যদি না সেচিলে

অঘটনেও রাজি

তোমায় আমি পাইতে পারি বাজি

ও তোমায় আমি পাইতে পারি বাজি

হে তোমায় আমি পাইতে পারি বাজি

ও তোমায় আমি পাইতে পারি বাজি

হে তোমায় আমি পাইতে পারি বাজি

নায়ানে দানে দানে

নায়ানে দানে

নায়ানে দানে দানে এএএএএএ

নায়ানে দানে দানে

নায়ানে দানে

নায়ানে দানে দানে এএএএএএ

একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল

পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছলছল

ওহ একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল

পাহাড়ি মেয়েটার কি চোখ দু'টো ছলছল

ছল, নাকি জল?

চঞ্চল

মেয়ে তুই বল

ছল, কেন চোখে জল?

চঞ্চল

মেয়ে তুই বল

ও তোমায় আমি পাইতে পারি বাজি

হে তোমায় আমি পাইতে পারি বাজি

ও তোমায় আমি পাইতে পারি বাজি

হে তোমায় আমি পাইতে পারি বাজি

আসমানে তোর ছায়ারে কন্যা

জমিনে তোর বাড়ি

রূপ লইয়া তোর চান-সূরুজে

লাগছে কাড়াকাড়ি

রে লাগছে কাড়াকাড়ি

মেঘের ভেলায় সিনান করো

রৌদ্রে শুকাও কেশ

বিজলি তোর মুখের হাসি

চমকে উঠে বেশ রে

চমকে উঠে বেশ

কার কাছে বলিবো গো

কার কাছে বলিবো গো

সারাজীবন গেলো আমার

খুঁজিতে খুঁজিতে

গো খুঁজিতে খুঁজিতে

আবার আমি গিয়েছিলাম

নীল সাগরের জল

সাগরের কন্যারই মন

পাইনে সে অতল

আবার আমি গিয়েছিলাম

নীল সাগরের জল

সাগরের কন্যারই মন

পাইনে সে অতল

জল, কেন চোখে জল?

চঞ্চল

মেয়ে তুই বল

জল, কেন চোখে জল?

চঞ্চল

মেয়ে তুই বল

ও তোমায় আমি পাইতে পারি বাজি

হে তোমায় আমি পাইতে পারি বাজি

ও তোমায় আমি পাইতে পারি বাজি

হে তোমায় আমি পাইতে পারি বাজি

আসমানে তোর ছায়ারে কন্যা

জমিনে তোর বাড়ি

রূপ লইয়া তোর চান-সূরুজে

লাগছে কাড়াকাড়ি

রে লাগছে কাড়াকাড়ি

তোমায় আমি পাইতে পারি

তোমায় আমি পাইতে পারি

তোমায় আমি পাইতে পারি

বাজি, বাজি, বাজি

তোমায় আমি পাইতে পারি

তোমায় আমি পাইতে পারি

তোমায় আমি পাইতে পারি

তোমায় আমি পাইতে পারি বাজি

অ মোসেগ্যামারা মাআা প্যায়

ইয়ে হ্নাংবয়ই গি মা মংথো

Emon Chowdhury/Hashim Mahmud의 다른 작품

모두 보기logo

추천 내용