গানঃকখনও তুমি সালমান শাহে
Singer:Asif & Dolly shantoni
Uploading by Tanvir_Bdss
Choice by Raisha_Bdss
Lyric:Tanvir_Bdss
ছেলেঃকখনো তুমি সালমান শাহে,কখনো রিয়াজে
কখনো সাকিব খানে, বন্দিনী ভিলেনে
এই ছবিতে ধনির দুলালি ওই ছবিতে ফুলওয়ালি
তোমার নামে ছবি হিট,ব্লাক মার্কেটে টিকিট
অভিনয়ে তুমি বড়ই খেয়ালি
করলে কেন এমন হেয়ালি
মনে কি পড়ে সেই ছবিতে নায়ক ছিলাম আমি
মেয়েঃশুটিং ডাবিং শেষ করে
মাঝ রাতে ঘরে ঘুমিয়ে পড়ে
পুরনো কিছু চিঠি হাতে করে
চিঠি গুলো আমারি নই পাওয়া অপবাদ
আমার সবই অভিনয় তোমার অভিশাপ
Uploading by Tanvir_Bdss
Track By Tanvir_Bdss
Choise by Raisha_Bdss
ছেলেঃএফ ডিসির বাইরে সেদিন
লোক আর অন্য দেখি,
শুটিং আছে নতুন ছবির আসছো তুমি নাকি
সেই ভিড়ের রোদে পুড়ে আবার লাগে ঘোর
ভুলেই যাই পেরেয়ি গেছে সকাল দুপুর
মেয়েঃশুটিং ডাবিং শেষ করে
মাঝ রাতে ঘরে ঘুমিয়ে পড়ে
পুরনো কিছু চিঠি হাতে করে
চিঠি গুলো আমারি নই পাওয়া অপবাদ
আমার সবই অভিনয় তোমার অভিশাপ
Uploading by Tanvir_Bdss
Lyrics: by Tanvir_Bdss
Choise by Bestu_Raisha_Bdss
ছেলেঃ ঘুম ভেংগে দেখি চেয়ে আছি ঘরে শুয়ে
তবে বোধহয় স্বপ্ন ছিলো সবই তোমায় নিয়ে
স্বপ্ন ভাংগার কষ্ট নিয়ে......
আবার ও বুজি চোখ,
স্বপ্ন দেখি স্বপ্নে আবার কোথাও দেখা হোক
মেয়েঃশুটিং ডাবিং শেষ করে
মাঝ রাতে ঘরে ঘুমিয়ে পড়ে
পুরনো কিছু চিঠি হাতে করে
চিঠি গুলো আমারি নই পাওয়া অপবাদ
আমার সবই অভিনয় তোমার অভিশাপ
কখনো তুমি সালমান শাহে,কখনো রিয়াজে
কখনো সাকিব খানে, বন্দিনী ভিলেনে
এই ছবিতে ধনির দুলালি ওই ছবিতে ফুলওয়ালি
তোমার নামে ছবি হিট,ব্লাক মার্কেটে টিকিট
অভিনয়ে তুমি বড়ই খেয়ালি
করলে কেন এমন হেয়ালি
মনে কি পড়ে সেই ছবিতে নায়ক ছিলাম আমি
মেয়েঃশুটিং ডাবিং শেষ করে
মাঝ রাতে ঘরে ঘুমিয়ে পড়ে
পুরনো কিছু চিঠি হাতে করে
চিঠি গুলো আমারি নই পাওয়া অপবাদ
আমার সবই অভিনয় তোমার অভিশাপ
ধন্যবাদ...........৷