M≈হে হে লা রা লা... লা রা লা লা...
F≈ভালোবাসার মাঝে
M≈হে- হে-এ----
F≈দুটি হৃদয় বাঁচে
M≈হো -লা লা লা--
F≈তোমাকে পেয়ে জেনেছি
বুঝেছি আমি বুঝেছি
তুমি ছাড়া এ জীবনে
আর কে আছে...
M≈ভালোবাসার মাঝে
F≈আ-আ-আ
M≈দুটি হৃদয় বাঁচে
F≈আ-আ-আ
M≈তোমাকে পেয়ে জেনেছি
বুঝেছি আমি বুঝেছি
তুমি ছাড়া এ জীবনে
আর কে আছে...
F≈ আ-আ-আ.....
M≈হুম... হুম.. হুম
F≈আমি ছিলা-ম একা একা
দিয়েছো তুমি দেখা
কাকে বলে...ভালোবাসা
তোমারি কাছে শেখা
M≈ও...মায়া মায়া দুটি চোখে
নিরবে দু চোখ রেখে
দিনে রাতে...কাটে আমার
সুখেরি সপন দেখে
F≈এমনি সুখ ছোয়াতে চাই হারাতে
তোমার মাঝে বারে বা-আর....
M≈ভালোবাসার মাঝে...
F≈লা লা লা লা
M≈দুটি হৃদয় বাঁচে...
F≈রু রু রু রু রু
F≈তোমাকে পেয়ে জেনেছি
বুঝেছি আমি বুঝেছি
M≈তুমি ছাড়া এ জীবনে
আর কে আছে...
আরো গান পেতে আমাকে ফলো করুন
M≈কখনো যে-আঁকি ছবি
কখনো আমি কবি
হয়ে গেছি যেনো আমি
তোমার কারণে সব-ই...
F≈ও...তুমি আছো প্রাণে প্রাণে
আমারই গানে গানে
তুমি আমার চিরো সাথী
জানে এ হৃদয় জানে
M≈কাটেনা আর সজনী দিন রজনী
তুমি ছাড়া যে আমা-আর.....
F≈ভালোবাসার মাঝে...
M≈হে- হে-এ----
F≈দুটি হৃদয় বাঁচে...
M≈লা লা লা--
তোমাকে পেয়ে জেনেছি
বুঝেছি আমি বুঝেছি
F≈তুমি ছাড়া এ জীবনে
আর কে আছে
M≈ও...আর কে আছে
F≈ও...আর কে আছে....