menu-iconlogo
logo

মিথ্যে বলতে পারিনা

logo
Lirik
M>যতখানি নিজের আমি তারও বেশি তোর

সবার থেকে তোর অধিকার বেশি আমার উপর

F>হো যতখানি নিজের আমি তারও বেশি তোর

সবার থেকে তোর অধিকার বেশি আমার উপর

M>বলছি যা তার সত্য সবই কথার কথা ভাবিসনা

F>শুধু তুইতো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারিনা

M>শুধু তুইতো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারিনা

F>ইচ্ছে করে অবুঝ হয়ে থাকি সারাক্ষণ

ভালো লাগে তোর ভালোবাসার মিষ্টি কড়া শাসন

M>ইচ্ছে করে অবুঝ হয়ে থাকি সারাক্ষণ

ভালো লাগে তোর ভালোবাসার মিষ্টি কড়া শাসন

F>বলছি যা তার সত্য সবই কথার কথা ভাবিসনা

M>শুধু তুইতো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারিনা

F>শুধু তুইতো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারিনা

M>পৃথিবীতে আমার কাছে তুই সবার আগে

তোর মত কেউ আছে আমার ভাবতে ভালো লাগে

F>পৃথিবীতে আমার কাছে তুই সবার আগে

তোর মত কেউ আছে আমার ভাবতে ভালো লাগে

M>বলছি যা তার সত্য সবই কথার কথা ভাবিসনা

F>শুধু তুইতো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারিনা

M>শুধু তুইতো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারিনা

F>হো যতখানি নিজের আমি তারও বেশি তোর

সবার থেকে তোর অধিকার বেশি আমার উপর

M>বলছি যা তার সত্য সবই কথার কথা ভাবিসনা

M>শুধু তুইতো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারিনা

F>শুধু তুইতো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারিনা

মিথ্যে বলতে পারিনা oleh Asif Akbar/Mimi - Lirik dan Liputan