menu-iconlogo
huatong
huatong
avatar

JABI KOTO DURE | যাবি কত দূরে | Liza | Asif Akbar

Asif Akbar/Lizahuatong
Badal♫RBFhuatong
Lirik
Rakaman
M:যাবি কত দূরে আমাকে ছেড়ে

F:আমি আছি তোরই মনেরই ঘরে

M:তোকে ছাড়া এই আমি থাকতে কি পারি

বুকটা চিড়ে দেখ করে আহাজারি

F:তোকে ছাড়া থাকা যায় না রে

তোরই মত করে আমায় কেউ বোঝে না রে অ..চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে

M:তোরই মত করে আমায় কেউ বোঝে না রে অ..চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে।

Uploaded by Badal♫RBF

M:থাকিস রে তুই যেখানে মন ছুটে যায় সেখানে

F:অ..থাকিস রে তুই যেখানে মন ছুটে যায় সেখানে

M:তোকে ছাড়া জীবন যায় না ভাবা এমন

মন আমার সুখ যে পায় না রে

F:তোরই মত করে আমায় কেউ বোঝে না রে অ..চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে

M.তোরই মত করে আমায় কেউ বোঝে না রে অ..চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে।

Uploaded by Badal♫RBF

F:এই বুকেরই ভিতরে রাখি তোরে আদরে

M:অ..এই বুকেরই ভিতরে রাখি তোরে আদরে

F:তুই যে আশার আলো বাসি তোরে ভালো

মন যে আর কিছু চায় না রে

M:তোরই মত করে আমায় কেউ বোঝে না রে অ...চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে

F:তোরই মত করে আমায় কেউ বোঝে না রে অ..চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে

M:যাবি কত দূরে আমাকে ছেড়ে

F:আমি আছি তোরই মনেরই ঘরে

M:তোকে ছাড়া এই আমি থাকতে কি পারি

বুকটা চিড়ে দেখ করে আহাজারি

F:তোকে ছাড়া থাকা যায় না রে

তোরই মত করে আমায় কেউ বোঝে না রে অ..চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে

M:তোরই মত করে আমায় কেউ বোঝে না রে অ..চোখের কাছে চোখটা রেখে প্রেম খোঁজে না রে।

Uploaded by Badal♫RBF

Lebih Daripada Asif Akbar/Liza

Lihat semualogo

Anda Mungkin Suka