menu-iconlogo
huatong
huatong
avatar

Amar sona Bondhu

TUHIN-audio/Trackhuatong
༄★🍁⃝𝐓𝐔𝐇𝐈𝐍🍁⃝𝐒𝐓O★࿐huatong
Lirik
Rakaman
শিরোনাম-সোনা বন্ধুরে

সিঙ্গার-মুজিব পরদেশী

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে ?

দিনে রাইতে তোমায় আমি

খুঁইজা মরিরে।

Music••••

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?

দিনে রাইতে তোমায় আমি

দিনে রাইতে তোমায় আমি

খুঁইজা মরিরে

আমার সোনা বন্ধু রে

তুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধু রে..

তুমি কোথায় রইলারে

Music••••

প্রথম দেখার কালে বন্ধু, কথা দিয়েছিলে

প্রথম দেখার কালে বন্ধু, কথা দিয়েছিলে

ভুলিবে না মোরে এ জীবন গেলে

ভুলিবে না মোরে এ জীবন গেলে

যদি না পাই তোমারে, আমার জীবনের তরে

যদি না পাই তোমারে, আমার জীবনের তরে

সোনার জীবন আঙ্গার হইব

সোনার জীবন আঙ্গার হইব, তোমার লাইগা রে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?

Music••••

ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই

ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই

মরণ কালে যেন বন্ধু, একবার দেখা পাই

পর কালে যেন বন্ধু, একবার দেখা পাই

যদি না পাই সে কালে, প্রেম যাইব বিফলে

যদি না পাই সে কালে, প্রেম যাইব বিফলে

তখন কিন্তু বলব আমি

তখন কিন্তু বলব আমি, প্রেম কিছুই না রে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?

ধন্যবাদ

[তুহিন]

Lebih Daripada TUHIN-audio/Track

Lihat semualogo

Anda Mungkin Suka