menu-iconlogo
huatong
huatong
avatar

Janalai boshe tumi

TUHIN-audio/Trackhuatong
✿્᭄͜͡𝐓𝐮𝐡𝐢𝐧༇⃟🖤𝒜𝓉𝓉𝒾𝒸.huatong
Lirik
Rakaman
জানালায় বসে তুমি..

কী এমন ভাবছো?

আকাশের নীলে...

তুমি কার ছবি আঁকছো?

আঁধারের বুক চিরে এসো,

আলোর মুখমুখি দাড়াই।

যে পথে হাঁটেনি কেউ কোনদিন,

চলোনা সে পথে পা বাড়াই।

জানালায় বসে তুমি কী এমন ভাবছো?

Music••••

কী এমন দুঃখ তোমার,

পুড়ছো একা নিঃসঙ্গতায়?

সামনে দেখ আলোর মিছিল

হাতছানিতে ডাকছে তোমায়।

কী এমন দুঃখ তোমার,

পুড়ছো একা নিঃসঙ্গতায়?

সামনে দেখ আলোর মিছিল

হাতছানিতে ডাকছে তোমায়।

আঁধারের বুক চিরে এসো

আলোর মুখমুখি দাড়াই।

যে পথে হাটেনি কেউ কোনদিন,

চলোনা সে পথে পা বাড়াই।

জানালায় বসে তুমি কী এমন ভাবছো?

Music•••••

জীবনের কঠিন পথে নিজেকে কেন একলা ভাব?

কেউ না যদি থাকে তবু ,

একটা মানুষ আছে যেনো।-২

জীবনের কঠিন পথে নিজেকে কেন একলা ভাব?

কেউ না যদি থাকে তবু ,

একটা মানুষ আছে যেনো।

আঁধারের বুক চিরে এসো,

আলোর মুখোমখি দাড়াই।

যে পথে হাটেনি কেউ কোনদিন, চলোনা সে পথে পা বাড়াই।

জানালায় বসে তুমি কী এমন ভাবছো?

আকাশের নীলে তুমি কার ছবি আঁকছো?

আঁধারের বুক চিরে এসো,

আলোর মুখোমুখি দাড়াই।

যে পথে হাঁটেনি কেউ কোনদিন,

চলোনা সে পথে পা বাড়াই।

জানালায় বসে তুমি কী এমন ভাবছো?

আকাশের নীলে তুমি কার ছবি আঁকছো?

জানালায় বসে তুমি কী এমন ভাবছো?

ধন্যবাদ

[তুহিন]

Lebih Daripada TUHIN-audio/Track

Lihat semualogo

Anda Mungkin Suka