menu-iconlogo
huatong
huatong
avatar

Sona dia bandhayache (SHUNNO)

TUHIN-audio/Trackhuatong
༄★🍁⃝𝐓𝐔𝐇𝐈𝐍🍁⃝𝐒𝐓O★࿐huatong
Lirik
Rakaman
শিরোনাম-মন তোরে

ব্যান্ড-শূন্য

কন্ঠ-এমিল

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর

ও মন রে ঘুণে করলো জড়ো জড়

হায় মন রে

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর

ও মন রে ঘুণে করলো জড়ো জড়...

আমি কি করে বাস করিব এই ঘরে রে

হায়রে তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে

হায়রে তুই সে আমার মন

Music•••••

তিন তক্তার এ নৌকা খানি

ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি

ওহ মন রে...

তিন তক্তার এ নৌকা খানি

ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি..

আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে

হায়রে তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে..

হায়রে তুই সে আমার মন

Music••••

আসি রাইতে ভবের মাঝারে

ও মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে

হায় মন রে

আসি রাইতে ভবের মাঝারে

ও মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে....

আমার এই স্বপন

কি মিথ্যা হইতে পারে রে

ও আমার এই স্বপন

কি মিথ্যা হইতে পারে রে

হায়রে তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে

হায়রে তুই সে আমার মন

তুই সে আমার মন...

তুই সে আমার মন...

তুই সে আমার মন...

ধন্যবাদ

‌ ‌ [তুহিন]

Lebih Daripada TUHIN-audio/Track

Lihat semualogo

Anda Mungkin Suka