menu-iconlogo
huatong
huatong
avatar

Chere jeyona oviman2

TUHIN-audio/Trackhuatong
༄★🍁⃝TUHIN🍁⃝𝐒𝐓O★࿐huatong
Lirik
Rakaman
Haaaa aaaaaa

haaaa aaaaaa

ছেড়ে যেওনা...

ছেড়ে যেওনা

কি করি বল?

তুমি হীনা?

আমি পারিনি

তোমাকে আপন

করে রাখতে,

আমি পারিনি

তোমাকে আবার

আমার করে রাখতে।

তুমি বুঝনি, আমি বলিনি

তুমি স্বপ্নতে কেন আসনি?

আমার অভিমান তোমাকে নিয়ে

সব গেয়েছি।

তুমি বুঝনি, আমি বলিনি

তুমি স্বপ্নতে কেন আসনি?

আমার অভিমান তোমাকে নিয়ে

সব গেয়েছি।

গানে গানে সুরে সুরে কত কথা

বলেছি তোমাকে,

তুমি বুঝনি

বুঝনি....

Music•••••

কখনো যদি

আনমনে চেয়ে

আকাশের পানে

আমাকে খুঁজো,

কখনো যদি

হঠাৎ এসে

জড়িয়ে ধরে বলো ভালোবাসো।

আমি তখনই,

হে তখনই

তোমার নামে লেখা চিঠিটি,

পড়ে তোমাকে শোনাবো...

ঠিক তখনই

হে তখনই

ভালবাসি কতটা আমি

বলো কি করে তোমায় বুঝাবো...

তুমি বুঝনি,

আমি বলিনি

তুমি স্বপ্নতে

কেনআসনি?

আমার অভিমান

তোমাকে নিয়ে

সব গেয়েছি।

তুমি বুঝনি,

আমি বলিনি

তুমি স্বপ্নতে

কেন আসনি?

আমার অভিমান

তোমাকে নিয়ে

সব গেয়েছি।

গানে গানে

সুরে সুরে কত কথা

বলেছি তোমাকে

তুমি বুঝোনি

বুঝোনি।

ধন্যবাদ

[তুহিন]

Lebih Daripada TUHIN-audio/Track

Lihat semualogo

Anda Mungkin Suka