menu-iconlogo
huatong
huatong
artcell-odekha-shorgo-cover-image

Odekha Shorgo

Artcellhuatong
mymidget419huatong
Тексты
Записи
এই ঘরে ফেরা

নিজেকে ফিরে দেখা

আয়নাতে কার মায়ায়

আঁধারে আলোছায়া?

আমার সাথে চলে

তোমাকে নিয়ে একা

অজানা যে আকাশে ওড়ে

অদেখা কোনো স্বর্গ আমার

না পাওয়া তবুও পথ দেখায়

আশাতে হতাশা ভোলায়

যতবার জন্মেছি তোমারই আশাতে

ততবারই আমার এ ফিরে চলা

দূর থেকে দেখা আমার ভালোবাসা

অজানা যে আকাশে ওড়ে

অদেখা কোনো স্বর্গ আমার

না পাওয়া তবুও পথ দেখায়

আশাতে হতাশা ভোলায়

আমার ঘৃণা তোমাকে পোড়াবে না, দেখাবে স্বপ্ন

আমার দুঃখ তোমারই আকাশে মেঘ হয়ে কাঁদবে না,

আমার ফেলে আসা দুঃস্বপ্নের রাত যত কষ্টের স্মৃতি

তোমার জন্য বাঁচতে শেখাবে মৃত্যু হয়ে ছোঁবে না

কত মিথ্যে অভিনয়ে গড়া এ জীবন অচেনা ছোঁয়ায়

অজানা যে আকাশে ওড়ে

অদেখা কোনো স্বর্গ আমার

না পাওয়া তবুও পথ দেখায়

আশাতে হতাশা ভোলায়

Еще от Artcell

Смотреть всеlogo

Тебе Может Понравиться