menu-iconlogo
huatong
huatong
habib-wahidmoutushi-khan-ranas-library-tomari-chowate-cover-image

Rana’s Library – Tomari Chowate তোমারই ছোঁয়াতে

Habib Wahid/Moutushi Khanhuatong
Rana_E_R_Shuatong
Тексты
Записи
তোমারই ছোঁয়াতে

Singer: Habib Wahid & Moutushi Khan

Arranged By Rana

*************

*************

(F)জানিনা কেন বারেবারে

হারাই তোমাতে, দূর নীলিমায়,

তোমারই যেন খুব কাছে

মন পড়ে আছে, অচিন মায়ায়

তোমারই তো সাথে, মাতাল হাওয়াতে

ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে,

তোমারই ছোঁয়াতে, ভীষণ মায়াতে

বাধা পড়ে তোমার হতে

জানিনা কেন বারেবারে

হারাই তোমাতে, দূর নীলিমায়,

তোমারই যেন খুব কাছে

মন পড়ে আছে, অচিন মায়ায়

*************

*************

(M)আজও আমি তাই, তোমাকে খুঁজে যাই

তোমাকে ভেবে কতো গল্প সাজাই,

তুমি জানো কি? দিবানিশি তাই

তোমারই দুটি চোখে আমি হারাই।

দূর সুদূরে, তোমাতেই, যেনো আমি মিশে যাই,

ভালোবেসে একই সুরে প্রাণ বাঁধি তাই

(F)তোমারই তো সাথে, মাতাল হাওয়াতে

ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে,

তোমারই ছোঁয়াতে, ভীষণ মায়াতে

বাধা পড়ে তোমার হতে

জানিনা কেন বারেবারে

হারাই তোমাতে, দূর নীলিমায়,

তোমারই যেন খুব কাছে

মন পড়ে আছে, অচিন মায়ায়

*************

*************

(M)দুটি চোখও আজ, খোঁজে না কিছু আর

যতনে রাখি তাই চোখের তারায়,

তোমাকে ভেবে তাই, স্বপ্ন সাজিয়ে যাই

তোমারই পথে আজ তাই পা বাড়াই

বেঁধেছো হৃদয়, কোন সে, অচেনা মায়াতে,

হারিয়ে নিজেকে খুঁজি তোমার ছায়াতে

(F)তোমারই তো সাথে, মাতাল হাওয়াতে

ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে,

তোমারই ছোঁয়াতে, ভীষণ মায়াতে

বাধা পড়ে তোমার হতে

জানিনা কেন বারেবারে

হারাই তোমাতে, দূর নীলিমায়,

তোমারই যেন খুব কাছে

মন পড়ে আছে, অচিন মায়ায়

==ধন্যবাদ==

Еще от Habib Wahid/Moutushi Khan

Смотреть всеlogo

Тебе Может Понравиться