menu-iconlogo
huatong
huatong
avatar

Bedona

Shunnohuatong
amit.ronstormhuatong
Тексты
Записи
তুমি আমার নওতো সুখ

তুমি সুখের বেদনা

সব স্বপ্নের রং হয় না তো

বেদনার মতো নয় রঙা ।

জীবনের সব কথা নয়

আমি জীবনটাকে বলতে চাই

হয়তো দুর্ভাগ্য নয়

সে তো ভালোবাসার কাব্য কয় ।।

আমি কবি নই

তবু কাব্যের ভাষায় বলবো আজ

তুমি বললে আজ দুজনে

নীল রঙা বৃষ্টিতে ভিজব

রোদেলা দুপুরে একসাথে

নতুন সুরে গান গাইবো ।

শেষ বিকেলের ছায়ায় নীল

আকাশের বুকে আমি,

লাল রঙা স্বপ্ন আঁকব ।।

আমি কবি নই

তবু কাব্যের ভাষায় বলবো আজ

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই

তুমি বললে আজ দুজনে

সাত রঙা প্রজাপতি ধরবো

নোনা বালিচরেতে একসাথে

আকাশের সমুদ্র স্নান দেখবো ।

গোধুলির আলো আঁধারিতে ঊর্মির সাথে দুজনা,

নীলের বুকে আজ হারাবো ।

আমি কবি নই

তবু কাব্যের ভাষায় বলবো আজ

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই।

তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই।

Еще от Shunno

Смотреть всеlogo

Тебе Может Понравиться