menu-iconlogo
huatong
huatong
avatar

Godhulir Oparee

Shunnohuatong
sergevielhuatong
Тексты
Записи
ভুলের স্রোতে ভুলে যাওয়া

স্বপ্ন তোমার ফিরে পাওয়া

ঘুম ফুরোনোর ভোরে তোমারি হতে চাওয়া

মনের গভীরে রেখে দেওয়া

স্বপ্নে তোমায় একে যাওয়া

ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা

ভুলের স্রোতে ভুলে যাওয়া

স্বপ্ন তোমার ফিরে পাওয়া

ঘুম ফুরোনোর ভোরে তোমারি হতে চাওয়া

মনের গভীরে রেখে দেওয়া

স্বপ্নে তোমায় একে যাওয়া

ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা

চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (2 )

ঘুম নেমে আসা আকাশটাকে

হয়নি ধরা ভুলের স্রোতে

হয়নি ছোঁয়া ঐ আলোর স্বপ্নচূড়া

সূর্য ঢাকা ভোরের পথে

হারিয়ে যাওয়া স্মৃতির সাথে

তোমাকেই ফিরে পেতে আমার অপেক্ষায়

চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (2 )

শব্দহীন বালুচরে

ফিরে এসে আমার অগোচরে

রাঙিয়ে দাও আজ তোমার রঙে

রঙমশালের সেই আলোতে

বলতে চাই আজ তোমাকে

না বলা অনুভুতি ভাষায় ফেলে

চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (2 )

Еще от Shunno

Смотреть всеlogo

Тебе Может Понравиться