menu-iconlogo
huatong
huatong
avatar

Khacher Bhitor Ochin Pakhi

Shunnohuatong
🎭ভবঘুরে♠️huatong
Тексты
Записи
খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

তারে ধরতে পারলে মন বেড়ি

ধরতে পারলে মন বেড়ি

দিতাম পাখির পায়ে।

কেমনে আসে যায় ...

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়

আট কুঠুরী নয়

দরজা আটা

মধ্যে মধ্যে

ঝরকা কাঁটা

আট কুঠুরী নয়

দরজা আটা

মধ্যে মধ্যে

ঝরকা কাঁটা

তার উপরে সদর কোঠা

তার উপরে সদর কোঠা

আয়না মহল তায়

কামনে আসে যায় ...

কেমনে আসে যায়...

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

কপালের ফের নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার

কপালের ফের নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার

খাঁচা ছেড়ে পাখি আমার

খাঁচা ছেড়ে পাখি আমার

কোন খানে পালায়।

কেমনে আসে যায়

কেমনে আসে যায় ...

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে এসে যায় ...

.................................................

মন তুই রইলি খাঁচার আসে

খাঁচা যে তোর কাঁচা বাঁশের

মন তুই রইলি খাঁচার আসে

খাঁচা যে তোর কাঁচে বাঁশের

কোন দিন খাঁচা পড়বে খসে

কোন দিন খাঁচা পড়বে খসে

ফকির লালন কেঁদে কয়।

কেমনে আসে যায়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

তারে ধরতে পারলে মন বেড়ি

ধরতে পারলে মন বেড়ি

দিতাম পাখির পায়ে।

কেমনে আসে যায় ...

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

Еще от Shunno

Смотреть всеlogo

Тебе Может Понравиться