menu-iconlogo
huatong
huatong
shunno-jhoriye-dao-cover-image

Jhoriye Dao

Shunnohuatong
mkerin145huatong
Тексты
Записи
চুপচাপ বসে তুমি মেঘের আড়ালে

দূতেরা তোমায় নিয়ে গান লিখে যাবে

তোমার পথ চেয়ে সারাটা জীবন

আমার দিন-রাত আজ হয়েছে পাগল

এই মন কিছু বোঝে না

জীবন তোমাকে ছাড়া

ঝরিয়ে দাও

অসীম অগোচরে

ঝরিয়ে দাও

ঝরিয়ে দাও

বৃষ্টির সুর ধরে

ঝরিয়ে দাও

তোমার শীতল প্রেমে

মেঘে উড়ে উড়ে আসো বৃষ্টি সুরে

ভেজা শালিকের কলরবে

যেটুকু সময়ে পাবো তোমায় কাছে

আপন করে নেবো ভুলে

এই মন কিছু বোঝে না

জীবন তোমাকে ছাড়া

ঝরিয়ে দাও

অসীম অগোচরে

ঝরিয়ে দাও

ঝরিয়ে দাও

বৃষ্টির সুর ধরে

ঝরিয়ে দাও

তোমার শীতল প্রেমে

ঝরিয়ে দাও

ঝরিয়ে দাও

অসীম অগোচরে

ঝরিয়ে দাও

ঝরিয়ে দাও

বৃষ্টির সুর ধরে

ঝরিয়ে দাও

তোমার শীতল প্রেমে

Еще от Shunno

Смотреть всеlogo

Тебе Может Понравиться