menu-iconlogo
huatong
huatong
avatar

srithir chera patha

Shunnohuatong
ronnienangelawilliamhuatong
Тексты
Записи
আমি নিতে দেবো না

সময়কে এক মুঠোভরা জোছোনা

চাঁদটা যতই দূরের হোক না

ছুতে আমি চাই না

পৃথিবীর সব অপার

বিস্ময় থাক আমার অদেখার

শূন্য খাতার প্রতিটি পাতায়

সময় কাব্য অলেখা

আমি মেলবো না আর স্বপ্নডানা

ঐ নীল মেঘেদের ছোঁয়ায়

আমি লিখবো না আর কাব্য কোনো

স্মৃতির ছেড়া পাতায়(২)

আমি দেবো না পারি

তোমায় নিয়ে নিষ্প্রাণ নদীতে

যে পথ ভুলে পৌঁছে গেছে

শূন্য মরুর বুকে……

শেষ বিকেলে হারিয়ে যাওয়া

স্মৃতি হাতড়ে বেড়ায়

নিঝুম রাতের অন্ধকারে

স্বপ্ন ধরা খেলায়

আমি মেলবো না আর স্বপ্নডানা

ঐ নীল মেঘেদের ছোঁয়ায়

আমি লিখবো না আর কাব্য কোনো

স্মৃতির ছেড়া পাতায় (৪)…………

Еще от Shunno

Смотреть всеlogo

Тебе Может Понравиться