গানের কথাঃ ওগো ষোড়শী প্রেয়সী মোর...
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার,
সুরকারঃ আলাউদ্দিন আলী,
শিল্পীঃ ফেরদৌস ওয়াহিদ,
চলচ্চিত্রঃ চম্পা চামেলী(1980),
পরিচালকঃ দীলিপ সোম।
🇧🇩 বাংলা সঙ্গীত একাডেমী...
------------------
ছেলেঃ আরে এই...
মেয়েঃ কি ?
ছেলেঃ শোন না,
মেয়েঃ কি কইবা কও না...
Music
ছেলেঃ ওগো ষোড়শী প্রেয়সী মোর
কেন চলে যাও?
তুমি আমার আমি তোমার
দাও কথা দাও...
ওগো ষোড়শী প্রেয়সী মোর
কেন চলে যাও......?
দাও কথা দাও...
মেয়েঃ আচ্ছা,দিলাম,দিলাম,দিলাম...
Music
ছেলেঃ ও হো ...
সুরের গীতালী তুমি মনেরও মিতা...
স্বপ্নেরও ভাষা তুমি মোর কবিতা...
ও হো ...
সুরের গীতালী তুমি মনেরও মিতা...
স্বপ্নেরও ভাষা তুমি মোর কবিতা...
একি ছন্দে, কি আনন্দে...
এ কি ছন্দে... কি আনন্দে...
হায়,আমারে দোলাও...
আমারে দোলাও
মেয়েঃ তাইনা কি ?
ছেলেঃ ওগো ষোড়শী প্রেয়সী মোর
কেন চলে যাও......?
Music
ছেলেঃ ও হো ...
চাঁদেরও টিপ দেবো কপালেতে...
গোধূলিরও রং দেবো অঙ্গে মেখে...
ও হো ...
চাঁদেরও টিপ দেবো কপালেতে...
গোধূলিরও রং দেবো অঙ্গে মেখে...
ওগো সাথী,এ মিনতি...
ওগো সাথী...,এ মিনতি...
হায়,আমায় কাছে নাও...
আমায় কাছে নাও...
ওগো ষোড়শী প্রেয়সী মোর
কেন চলে যাও?
তুমি আমার আমি তোমার
দাও কথা দাও...
ওগো ষোড়শী প্রেয়সী মোর
কেন চলে যাও......?
আমায় কাছে নাও...
মেয়েঃ হা হা হা ঠিক আছে,
নিলাম,নিলাম,নিলাম...।
-------------------------------------
Uploaded by Moinul Jibon