menu-iconlogo
logo

*একটু চাওয়া একটু পাওয়া

logo
بول
ছেলেঃ একটু চাওয়া একটু পাওয়া

কাছে এসে চলে যাওয়া

আর তো ভালো লাগেনা...

মন মানেনা, আমার মন মানেনা

মন মানেনা, আমার মন মানেনা

মেয়েঃ একটু চাওয়া একটু পাওয়া

কাছে এসে চলে যাওয়া

আর তো ভালো লাগেনা...

মন মানেনা, আমার মন মানেনা

মন মানেনা, আমার মন মানেনা

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ ইচ্ছে করে তোমায় এ বুকে রাখি

খাঁচার ভেতর যেমন থাকে পাখি

==============

মেয়েঃ ও..আমার ও সাধ হয় তোমার বাগানে

রক্ত গোলাপ হয়ে ফুটে থাকি

ছেলেঃ বুঝিনা, কিছুতো বুঝিনা

মেয়েঃ খুঁজিনা, কিছুতো খুঁজিনা

ছেলেঃ একটু চাওয়া একটু পাওয়া

কাছে এসে চলে যাওয়া

মেয়েঃ আর তো ভালো লাগেনা...

ছেলেঃ মন মানেনা, আমার মন মানেনা

মেয়েঃ মন মানেনা, আমার মন মানেনা

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ তোমাকে পেয়েতো বুঝেছি এখন

তুমি হলে আমার জীবন মরণ

===============

মেয়েঃ ও ..বুঝে নিও তুমি তারি কারনে

হয়েছি তোমার এতো আপন

ছেলেঃ বুঝিনা , কিছুতো বুঝিনা

মেয়েঃ খুঁজিনা , কিছুতো খুঁজিনা

ছেলেঃ একটু চাওয়া একটু পাওয়া

কাছে এসে চলে যাওয়া

আর তো ভালো লাগেনা...

মন মানেনা, আমার মন মানেনা

মন মানেনা, আমার মন মানেনা

মেয়েঃ একটু চাওয়া একটু পাওয়া

কাছে এসে চলে যাওয়া

আর তো ভালো লাগেনা...

মন মানেনা, আমার মন মানেনা

মন মানেনা, আমার মন মানেনা

====ধন্যবাদ====

*একটু চাওয়া একটু পাওয়া بذریعہ এন্ড্রু কিশোর ও কনকচাঁপা/মন মানেনা - بول اور کور