menu-iconlogo
logo

তুমি বলোনা কিছু বলোনা

logo
بول
ছেলেঃ তুমি বলোনা, কিছু বলোনা

না না না, কোনো কথা বলোনা,

চেয়ে চেয়ে থাকো দুচোখে...

বুঝে নাওনা নাওনা আমি কত

ভালোবাসি তোমাকে।

বুঝে নাওনা নাওনা আমি কত

ভালোবাসি তোমাকে।

মেয়েঃ আমি বলবোনা, কিছু বলবোনা,

না না না, কোনো কথা বলবোনা,

চেয়ে চেয়ে রবো দুচোখে...

আমি জানি জানি তুমি কত

ভালোবাসো আমাকে

আমি জানি জানি তুমি কত

ভালোবাসো আমাকে

ছেলেঃ ও ও ও ও..ও ও ও ও

ও ও ও ও..ও ও ও ও

-==আপলোড বাই মজিবুর==-

অনেক চাওয়ার পরে,

তোমাকেই যদি পাই,

মরনের হাত থেকে,

যেন আমি বেঁচে যাই..ও ও ও

মেয়েঃ অনেক পাওয়ার পরে,

তোমাকে আরো চাই,

হৃদয়ের মাঝখানে,

চিরদিন দিও ঠাই..

ছেলেঃ প্রাণ হয়ে আছো এ বুকে...

বুঝে নাওনা নাওনা আমি কত

ভালোবাসি তোমাকে।

মেয়েঃ আমি জানি জানি তুমি কত

ভালোবাসো আমাকে

-==আপলোড বাই মজিবুর==-

চাঁদেরি আলো নিয়ে,

নয়নে জালো দ্বীপ,

ফাগুনের রঙ নিয়ে,

কপালেতে আঁকো টিপ..ও ও ও

ছেলেঃ প্রেমেরও পরাগ মাখা,

তুমি যে মাটির ফুল,

সৌরভে দাও ভরে,

জীবনের দুটি কুল

মেয়েঃ জান হয়ে আছো এবুকে...

আমি জানি জানি তুমি কত

ভালোবাসো আমাকে

আমি জানি জানি তুমি কত

ভালোবাসো আমাকে

ছেলেঃ তুমি বলোনা,কিছু বলোনা,

না না না, কোনো কথা বলোনা,

চেয়ে চেয়ে থাকো দুচোখে..

মেয়েঃ আমি জানি জানি তুমি কত

ভালোবাসো আমাকে

আমি জানি জানি তুমি কত

ভালোবাসো আমাকে

ছেলেঃ বুঝে নাওনা নাওনা আমি কত

ভালোবাসি তোমাকে।

====ধন্যবাদ====

তুমি বলোনা কিছু বলোনা بذریعہ এন্ড্রু কিশোর ও কনকচাঁপা/মাটির ফুল - بول اور کور