menu-iconlogo
logo

রূপ দেখে বলবো কি ভাষা খুজে পাইনা (MIXED)

logo
بول
ছেলেঃ রূপ দেখে বলবো কি

ভাষা খুজে পাইনা....

মেয়েঃ (যাহ্....)

===============

ছেলেঃ রূপ দেখে বলবো কি

ভাষা খুজে পাইনা...

চাঁদ যদি ঘরে থাকে

চাঁদ যদি ঘরে থাকে

আকাশের চাঁদ চাই না...

মেয়েঃ (হা হা হা...)

ছেলেঃ রূপ দেখে বলবো কি

ভাষা খুজে পাইনা....

-=আপলোড বাই মজিবুর=-

মেয়েঃ (ইসি্ রে..)

ও চোখে চোখ পড়েছে যখনি

আমি হলেম কলঙ্কিনী

আমার অঙ্গ ডাকে আটপৌরে শাড়ি

মনটা সদাই থাকে বাড়ির বাহিরে

হয়ে উদাসিনী

ও চোখে চোখ পড়েছে যখনি

-=আপলোড বাই মজিবুর=-

ছেলেঃ কাছে এসো যদি বলো

তবে দূরে কেন থাকো

ভালো লাগে যদি বলো

তবে আমার পাশেই থাকো

আমি থাকবো নাকি চলেই যাবো

তুমি নতুন করে ভেবে দেখো

কাছে এসো যদি বলো

তবে দূরেই কেন থাকো

মেয়েঃ (ইসি্ রে..)

ইশারায় শিষ দিয়ে

আমাকে ডেকো না

কামনার সুখ নিয়ে

আমাকে খুজো না

লাজে.. মরি মরি

মরি মরি গো

ইশারায় শিষ দিয়ে

আমাকে ডেকো না

ছেলেঃ সবাই তো ভালোবাসা চায়

কেউ পায় কেউবা হারায়

তাতে প্রেমিকের কি আসে যায়

সবাই তো ভালোবাসা চায়

কেউ পায় কেউবা হারায়

তাতে প্রেমিকের কি আসে যায়

-=আপলোড বাই মজিবুর=-

মেয়েঃ (হা্ আ..)

একটুস খানি দেখো

একখান কথা রাখো

ভালোবাইসা একবার তুমি

বউ বইলা ডাকো

ভালোবাইসা একবার তুমি

বউ বইলা ডাকো

একটুস খানি দেখো

একখান কথা রাখো

ভালোবাইসা একবার তুমি

বউ বইলা ডাকো

ভালোবাইসা একবার তুমি

বউ বইলা ডাকো

-=আপলোড বাই মজিবুর=-

ছেলেঃ যদি বউ সাজো গো

আরো সুন্দর লাগবে গো

===========

যদি বউ সাজো গো

আরো সুন্দর লাগবে গো

যদি বউ সাজো গো

আরো সুন্দর লাগবে গো

মেয়েঃ বলো বলো আরো বলো

লাগছে মন্দ নয়

জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়

ছেলেঃ যদি বউ সাজো গো

আরো সুন্দর লাগবে গো

ও যদি বউ সাজো গো

আরো সুন্দর লাগবে গো

==============

মেয়েঃ (ইসি্ রে..)

রূপ দেখে বলবো কি ভাষা খুজে পাইনা (MIXED) بذریعہ এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী/সত্যেরu00a0বিজয় - بول اور کور