menu-iconlogo
huatong
huatong
avatar

Tapur Tupur Sara Dupur

Aditi Chakrabortyhuatong
MonojProvakarMandalhuatong
بول
ریکارڈنگز
Song - Tapur Tupur Sara Dupur

Singer - Arati Mukherjee

Cover by - Aditi Chakraborty

Lyricist - Sunil Baran

Music Director - Sudhin Dasgupta

টাপুর টুপুর

সারা দুপুর

নূপুর বাজায় কে?

যেন এক কাজলা

মেয়ে...

কাজল কাজল

মেঘের আঁচল

শুধুই ওড়ায় কে?

যেন এক কাজলা

মেয়ে...

টাপুর টুপুর

সারা দুপুর

নূপুর বাজায় কে?

যেন এক কাজলা

মেয়ে...

কাজল কাজল

মেঘের আঁচল

শুধুই ওড়ায় কে?

যেন এক কাজলা

মেয়ে...

যেন তার

বাদলা মনের

শাপলা ফুলের

একটি কলি

ওঠে আজ

অকারণে

ক্ষণে ক্ষণে

চঞ্চলী

যেন তার

বাদলা মনের

শাপলা ফুলের

একটি কলি

ওঠে আজ

অকারণে

ক্ষণে ক্ষণে

চঞ্চলী

চরণে রিনিক ঝিনিক

ঝর্না ঝরায় কে?

যেন এক কাজলা

মেয়ে

টাপুর টুপুর

সারা দুপুর

নূপুর বাজায় কে?

যেন এক কাজলা

মেয়ে...

কত না অভিমানে

মানের পালা

সাঙ্গ করে

যায়

নতুন নতুন

ছন্দ কোথা

শুধুই ভেবে

পায়

কত না অভিমানে

মানের পালা

সাঙ্গ করে

যায়

নতুন নতুন

ছন্দ কোথা

শুধুই ভেবে

পায়

যেন তার

মেঘলা দিনের

একলা মনের

কতই খেলা

ভেবে তাই

নিরিবিলি

আলো ছায়ায়

যায় রে বেলা

যেন তার

মেঘলা দিনের

একলা মনের

কতই খেলা

ভেবে তাই

নিরিবিলি

আলো ছায়ায়

যায় রে বেলা

মনেতে

ক্ষণিক আলো

আঁধার ভরায় কে?

যেন এক কাজলা

মেয়ে

টাপুর টুপুর

সারা দুপুর

নূপুর বাজায় কে?

যেন এক কাজলা

মেয়ে

কাজল কাজল

মেঘের আঁচল

শুধুই ওড়ায় কে?

যেন এক কাজলা

মেয়ে

টাপুর টুপুর

সারা দুপুর

নূপুর বাজায় কে?

যেন এক কাজলা

মেয়ে....

Aditi Chakraborty کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے