আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
ওসে এক পলকে শূণ্য করে
এক পলকে শূণ্য করে
দিল স্বাধের ঘর
বড় নিঠুর যাদুকর
ও বড় নিঠুর যাদুকর
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
Jowel sk
আমি তীলে তীলে গড়েছিলাম
তীলে তীলে গড়েছিলাম
সাজানো বাগান
মমতারই ফুল ফুঠিয়ে
গাইতো পাখি গান
সেই সুখ পাখি আজ গেল ছেড়ে
সুখ পাখি আজ গেল ছেড়ে
বুকেরি পিঞ্জর
বড় নিঠুর যাদুকর
ও বড় নিঠুর যাদুকর
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
কত সোনাদানা ভরে দিল
সোনাদানা ভরে দিল
দুহাতে আমার
নিয়ে গেল তার বদলে
কোনসে মণিহার
হায় কেঁন্দেও সুখ পাবেকি আর
কেঁন্দেও সুখ পাবেকি আর
আমারই অন্তর
বড় নিঠুর যাদুকর
ও বড় নিঠুর যাদুকর
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
ওসে এক পলকে শূণ্য করে
এক পলকে শূণ্য করে
দিল স্বাধের ঘর
বড় নিঠুর যাদুকর
ও বড় নিঠুর যাদুকর
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
ভাল লাগলে একটা লাইক দিবেন