
Porena Chokher Polok
পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবেনাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবেনাকো
ও ও ও পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
আ আ আ আ আ ....
কাজল কালো ঐ দুটি চোখ
ও চোখে যাদু আছে
চোখের আড়াল হতে গেলেই
পড়ে যাই চোখের কাছে ..
গোলাপ রাঙা ঠোঁটে তোমার
মায়াবী মধুর হাসি
একটু হেসেই পরাতে পারো
হাজারো গলায় ফাঁসি
সবাই তোমায় চাইতে পারে
নিজেকে লুকিয়ে রাখো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবেনাকো
ও আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবেনাকো
পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
হুম .....হাঁ .....
রেশম নরম তোমার চুলে
একটু শীতল বাতাস
পাগল এ মন পাবার আশায়
করছে যেন হুতাশ ..
পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার
অঙ্গে সোনার জ্যোতি
একেই বলে অপরূপা
অপূর্ব রূপবতী
তোমায় নিয়ে অনেক বিপদ
এবুকের মাঝে থাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবেনাকো
ও আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবেনাকো
পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবেনাকো
ও আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবেনাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাতে পারবেনাকো
Porena Chokher Polok بذریعہ Andrew Kishor - بول اور کور