আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে...
সেইখানে তোমাকে আমি
রেখেছি কতনা যতনে....
তোমার বুকের মধ্যখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকেও রেখো
আর কোথাও যাবনা জীবনে...
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে...
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্ত
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমায় কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে...
আমার বুকের মধ্যখানে
মন যেখানে হৃদয় যেখানে...
সেইখানে আমাকেও রেখো
আর কোথাও যাবনা জীবনে...
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে...
সাগরেরি টানে যেমন নদী ছুটে যায়...
সাগরেরি টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এমন
তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী
তুমি আশার আলো নয়নে...
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে...
সেইখানে তোমাকে আমি
রেখেছি কতনা যতনে...
তোমার বুকের মধ্যখানে
মন যেখানে হৃদয় যেখানে...
সেইখানে আমাকেও রেখো
আর কোথাও যাবনা জীবনে