গানের কথাঃ দুনিয়ার চক্কর কার আছে কোথা ঘর...
চলচ্চিত্রঃ অগ্নিশিখা,
শিল্পীঃ রাজ্জাক,
----------------------------------
🇧🇩বাংলা সঙ্গীত একাডেমী...
----------------------------------
দুনিয়ার চক্কর, কার আছে কোথা ঘর,
দুনিয়ার চক্কর, কার আছে কোথা ঘর,
কেউতো জানে না,
আমি কার,কে আমার?
কিছু তো বুঝি না...
আমি কার,কে আমার?
কিছু তো বুঝি না...
দুনিয়ার চক্কর, কার আছে কোথা ঘর,
কেউতো জানে না,
Music
কেউ চায় রাজত্ব,কেউ সিংহাসন,
এ্যা এ্যা,কেউ চায় রাজত্ব,আর কেউ সিংহাসন,
কেউ চায় রাজত্ব,কেউ সিংহাসন,
মোর মতো অভাগারা
খুঁজে শুধু মন...
জেনেছি জেনেছি এই
মন বলতে কিছু নেই,
জেনেছি জেনেছি এই
মন বলতে কিছু নেই,
সংসারটা শুধু স্বার্থের কারখানা...
দুনিয়ার চক্কর, কার আছে কোথা ঘর,
কেউতো জানে না,
Music
কিছু থাকে অদৃশ্যে,কিছু দেখা যায়,
আরে,কিছু থাকে অদৃশ্যে,কিছু দেখা যায়,
কিছু থাকে অদৃশ্যে,কিছু দেখা যায়,
কার ব্যথা কোনখানে,সেতো বোঝা দায়...
সবকিছু গোলমেলে,কি হবে অশ্রু ফেলে ?
সবকিছু গোলমেলে,কি হবে অশ্রু ফেলে ?
জীবনটা যেন ভাগ্যের খেলনা...
দুনিয়ার চক্কর,কার আছে কোথা ঘর,
দুনিয়ার চক্কর,কার আছে কোথা ঘর,
কেউতো জানে না...
জানে না...
জানে না...
----------------------------------
খোদা হাফেজ
Uploaded by Moinul Jibon