প্রেমের নাম বেদনা,
সে কথা বুঝিনি আগে ।
দুটি প্রানের সাধনা,
কেন যে বিদূর লাগে,
প্রেমের নাম বেদনা,
সে কথা বুঝিনি আগে ।
Flow Music
Plz Like this Song
যে প্রেম দিল শুধু ছলনা,
কেন তারে ভুলা যায়না ।
কেন তারে ভুলা যায় না ।
যে প্রেম দিল শুধু ছলনা,
কেন তারে ভুলা যায়না ।
কেন তারে ভুলা যায় না ।
তৃষিত আঁখি তবু পথও চেয়ে তার
তৃষিত আঁখি তবু পথও চেয়ে তার,
পরশ কেন মাগে ।
প্রেমের নাম বেদনা,
সে কথা বুঝিনি আগে ।
দুটি প্রানের সাধনা,
কেন যে বিদূর লাগে ।
Upload By:-SyedMustak1
flow Music
Plz like This Song
যে মন প্রতিদান পেল না,
সান্তনা সেতো চায় না,
সান্তনা সেতো চায় না,
যে মন প্রতিদান পেল না,
সান্তনা সেতো চায় না,
সান্তনা সেতো চায় না,
আহত আশা কেন মিছে বারে বার,
আহত আশা কেন মিছে বারে বার,
সৃতি হয়ে জাগে ।
প্রেমের নাম বেদনা,
সে কথা তো বুঝিনি আগে ।
দুটি প্রানের সাধনা,
কেন যে বিদূর লাগে ।
প্রেমের নাম বেদনা
সে কথা বুঝিনি আগে
গান শেষে একটি লাইক দিবেন👍