menu-iconlogo
logo

নীল আকাশের নিচে আমি

logo
بول
নীল আকাশের নিচে আমি

রাস্তা চলেছি একা

নীল আকাশের নিচে আমি

রাস্তা চলেছি একা

এই সবুজের শ্যামল মায়ায়

এই সবুজের শ্যামল মায়ায়

দৃষ্টি পড়েছে ঢাকা

নীল আকাশের নিচে আমি

রাস্তা চলেছি একা

শনশন বাতাসের গুঞ্জণ

হলো চঞ্চল করে এই মন

আহা ও হো হো

আহা হা হা ও হো

শনশন বাতাসের গুঞ্জণ

হলো চঞ্চল করে এই মন

ডাক দিয়ে যায় কার দুটি চোখ

ডাক দিয়ে যায় কার দুটি চোখ

স্বপ্ন কাজল মাখা

নীল আকাশের নিচে আমি

রাস্তা চলেছি একা

নীল আকাশের নিচে আমি

রাস্তা চলেছি একা

ঝুরুঝুরু বকুলের গন্ধে

এই মৌমাছি দোলে একি ছন্দে

আহা ও হো হো

আহা হা হা ও হো

ঝুরুঝুরু বকুলের গন্ধে

এই মৌমাছি দোলে একি ছন্দে

বউ কথা কও ডাকে কেন

বউ কথা কও ডাকে কেন

বউ কি দেবে দেখা

নীল আকাশের নিচে আমি

রাস্তা চলেছি একা

নীল আকাশের নিচে আমি

রাস্তা চলেছি একা

এই সবুজের শ্যামল মায়ায়

এই সবুজের শ্যামল মায়ায়

দৃষ্টি পড়েছে ঢাকা

নীল আকাশের নিচে আমি

রাস্তা চলেছি একা

নীল আকাশের নিচে আমি بذریعہ Razzak - بول اور کور