আকাশের সব তারা ঝরে যাবে,
আমার চোখের তারা ঝরবে না
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না
আকাশের সব তারা ঝরে যাবে,
আমার চোখের তারা ঝরবে না
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না
একটি জনম নয়, হাজারও জনম,
তোমাকে দেখি যদি সেও বড় কম ও...
সেও বড় কম
একটি জনম নয়, হাজারও জনম,
তোমাকে দেখি যদি সেও বড় কম ও...
সেও বড় কম
একে একে সব পাওয়া হয়তো বা ফুরাবে
আমার এ মন তবু ভরবে না
তোমাকে দেখার সাধ মরবে গো
তোমাকে দেখার সাধ মরবে না
মরণ যতই হোক, অথৈ আঁধার,
পারবে না ঢেকে দিতে এই অভিসা গো...
এই অভিসার
মরণ যতই হোক, অথৈ আঁধার,
পারবে না ঢেকে দিতে এই অভিসার গো...
এই অভিসার
একে একে সব আলো হয়তো বা হারাবে
চোখের পলক তবু পড়বে না
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না
আকাশের সব তারা ঝরে যাবে,
আমার চোখের তারা ঝরবে না
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না
if you injoy this song
Plz Follow and like song