
dome jibon dome moron
দমে জীবন দমে মরণ
দমে জীবন দমে মরণ
শুধুই দমের খেলা
জগতের এই জেল হাজতে
ক্যানে ফাটক দিলা
জগতের এই জেল হাজতে
ক্যানে ফাটক দিলা
দমে জীবন দমে মরণ
দমে জীবন দমে মরণ
শুধুই দমের খেলা
জগতের এই জ্যাল হাজতে
ক্যানে ফাটক দিলা
জগতের এই জ্যাল হাজতে
ক্যানে ফাটক দিলা
কেবা পিতা কেবা মাতা
কেবা আপনজন
আপন গুণে সবাই চলে
রঙ্গিলা ভুবন
কেবা পিতা কেবা মাতা
কেবা আপনজন
আপন গুণে সবাই চলে
রঙ্গিলা ভুবন
না কাদিঁলে দুধ দেয় না রে
না কাদিঁলে দুধ দেয় না রে
সন্তানের মায়
মিছা আশা ভালোবাসা
কাইন্দা জনম যায়
দমে জীবন দমে মরণ
দমে জীবন দমে মরণ
শুধুই দমের খেলা
জগতের এই জ্যাল হাজতে
ক্যানে ফাটক দিলা
জগতের এই জ্যাল হাজতে
ক্যানে ফাটক দিলা
পঙ্খী বাঁন্ধে গাছে বাসা
জঙ্গলে হরিণ
মানুষ বাঁধে মাটির উপর
সংসার ..রঙ্গীন
পঙ্খী বাঁন্ধে গাছে বাসা
জঙ্গলে হরিণ
মানুষ বাঁধে মাটির উপর
সংসার.. রঙ্গীন
মাটির মানুষ মাটি নিয়া
কামড়াকামড়ি করে
পরের ঘরে আগুণ দিতে
লাগায় নিজের ঘরে
মাটির মানুষ মাটি নিয়া
কামড়াকামড়ি করে
পরের ঘরে আগুণ দিতে
লাগায় নিজের ঘরে
পঙ্খী পলায় হরিণ পলায়
পঙ্খী পলায় হরিণ পলায়
মানুষে মানুষ মারে
ভুইলা গেছে মরণ শ্যাষে
যাইবো মাটির ঘরে
দমে জীবন দমে মরণ
দমে জীবন দমে মরণ
শুধুই দমের খেলা
জগতের এই জ্যাল হাজতে
ক্যানে ফাটক দিলা
দমে জীবন দমে মরণ
শুধুই দমের খেলা
জগতের এই জ্যাল হাজতে
ক্যানে ফাটক দিলা
dome jibon dome moron بذریعہ Topon Choudhury - بول اور کور