menu-iconlogo
huatong
huatong
avatar

বড় মিষ্টি লাগে তুমি Boro misti lagy tume

Khalid Hasan Milu/Sabina Yasminhuatong
mommayakk33huatong
Lời Bài Hát
Bản Ghi
বড় মিষ্টি লাগে তুমি কাছে

M)বড় মিষ্টি লাগে তুমি কাছে এলে

বড় সুখ যে লাগে তুমি ছুয়ে গেলে

f)এই দুষ্টু রাতে চল একই সাথে

দুজনে দুজনার হারাবো

M)বড় মিষ্টি লাগে তুমি কাছে এলে

বড় সুখ যে লাগে তুমি ছুয়ে গেলে

F)আই দুষ্টু রাতে চল একই সাথে

দুজনে দুজনার হারাবো

F)সাগরের জলে মিটবেনা জ্বালা

যে আগুন তুমি জ্বেলে দিলে

তুমিতু বন্ধু তুমিতু

শত্রু তুমিতু লজ্জা কেড়ে নিলে

M)কাছে আসো আরও কাছে

চোখে চোখে কতা আছে আধরের তৃষা মেটাবো

F)বড় মিষ্টি লাগে তুমি কাছে এলে

বড় সুখ যে লাগে তুমি ছুয়ে গেলে

M)এই দুষ্টু রাতে চল একই সাথে

দুজনে দুজনার হারাবো

F)বড় মিষ্টি লাগে তুমি কাছে এলে

বড় সুখ যে লাগে তুমি ছুয়ে গেলে

F)ভয় লাগে বুকে আসো না ফুরাতে

রাত যেন ফুরিয়ে না যায়

যতো ভালবাসি তার চেয়ে বেশি

ভালোবেসে যেতে মন চায়

M)তুমি আমি দুটি প্রানে বাঁধা রবো এ জীবনে

ভালোবেসে মরে যাবো

F)বড় মিষ্টি লাগে তুমি কাছে এলে

বড় সুখ যে লাগে তুমি ছুয়ে গেলে

M)এই দুষ্টু রাতে চল একই সাথে

দুজনে দুজনার হারাবো

Nhiều Hơn Từ Khalid Hasan Milu/Sabina Yasmin

Xem tất cảlogo

Bạn Có Thể Thích