menu-iconlogo
huatong
huatong
utthan-ghatak-manna-dey-ei-to-sedin-tumi-amare-bojhale-utthan-ghatak-cover-image

EI TO SEDIN TUMI AMARE BOJHALE UTTHAN GHATAK

UTTHAN GHATAK/ Manna Deyhuatong
🌺UTTHAN.GHATAK🌺huatong
Lời Bài Hát
Bản Ghi
MUSIC TRACK HD BY UTTHAN GHATAK

SURBAHAR LAHARI FAMILY

FOLLOW ON FB AND YOUTUBE AS utthan.ghatak

এই তো সেদিন তুমি আমারে বোঝালে

আমার অবুঝ... বেদনা,......

দুটি হাত ধরে আমি তোমায়..বলেছি

এ শুধু আমার তুমি কেঁদো না, কেঁদো না,

এই তো সেদিন তুমি আমারে বোঝালে।।

MUSIC TRACK HD BY UTTHAN GHATAK

SURBAHAR LAHARI FAMILY

তোমার প্রেমের কাছে চিরঋণী করে

আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে,music

তোমার প্রেমের কাছে চিরঋণী করে

আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে,

কণাটুকু তার আমি শুধিতে পারি নি

ব্যাথা দিয়ে তাই আর বেঁধো না, বেঁধো না,

এই তো সেদিন তুমি আমারে বোঝালে।।

MUSIC TRACK HD BY UTTHAN GHATAK

SURBAHAR LAHARI FAMILY

অনেক হারাতে হলো জীবনে তোমার

সেই অপরাধে আমি অপরাধী,

এবার একলা আমি কাঁদি.....

এবার একলা আমি কাঁদি। .......

বিদায় নেবার আগে বলে যেতে চাই

তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই,...

বিদায় নেবার আগে বলে যেতে চাই

তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই,

স্বরলিপি ভুল করা শেষের এ গান

স্মৃতির ও বিনায় আর সেঁধো না, সেঁধো না।

এই তো সেদিন তুমি আমারে বোঝালে

আমার অবুঝ বেদনা,.....

দুটি হাত ধরে আমি তোমায় বলেছি

এ শুধু আমার তুমি কেঁদো না, কেঁদো না,

এই তো সেদিন তুমি আমারে বোঝালে।।

Nhiều Hơn Từ UTTHAN GHATAK/ Manna Dey

Xem tất cảlogo

Bạn Có Thể Thích