menu-iconlogo
huatong
huatong
utthan-ghatak-hariye-jete-jete-by-utthan-ghatak-cover-image

Hariye Jete Jete by utthan Ghatak

UTTHAN GHATAKhuatong
olden314ahuatong
Lời Bài Hát
Bản Ghi
MUSIC TRACK BY UTTHAN GHATAK

হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে

ছাড়িয়ে গেছি সেই পথ,

কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা

ভুলেছি ভবিষ্যত।

হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে

ছাড়িয়ে গেছি সেই পথ,

কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা

ভুলেছি ভবিষ্যত।....

MUSIC TRACK BY UTTHAN GHATAK

হৃদয় যেন কার সন্ধানে

খুঁজেছে দু'টি চোখ সবখানে,

হৃদয় যেন কার সন্ধানে

খুঁজেছে দু'টি চোখ সবখানে,

সে চোখে যত আলো যত আশা ভালোবাসা

খুলবে এ বন্ধ মনের জগত।

কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা

ভুলেছি ভবিষ্যত।

MUSIC TRACK BY UTTHAN GHATAK

অন্ধকারে তাকে যায় চেনা

শূণ্য হাতে সে আসবে না,

ভাবি এ চলা কবে শেষ হবে

আলোয় ফেরা সেই উৎসবে,

জীবনে যত কিছু দূর থেকে ডেকে ডেকে

পাইনি তো মূল্য দেবার মনরত।

কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা

ভুলেছি ভবিষ্যত।

হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে

ছাড়িয়ে গেছি সেই পথ,

কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা

ভুলেছি ভবিষ্যত।

Nhiều Hơn Từ UTTHAN GHATAK

Xem tất cảlogo

Bạn Có Thể Thích