menu-iconlogo
huatong
huatong
avatar

ভুল করোনা তুমি ভুল করোনা vul korona

আসিফ আকবরhuatong
nancygooberhuatong
歌词
作品
(স্বাগতম )

কথা : ভুল করোনা তুমি ভুল কোরো না ।

শিল্পী: আসিফ আকবর।

আপলোড: মনির ইফতী।

শুরু

ভুল কোরো না তুমি ভুল কোরো না,

ভুল বুঝে আমায় ,

মন ভেঙ না তুমি মন ভেঙ্গ না

মিথ্যে সুখের আশায়।

নিজেকে সড়িয়ে নিও না

নিঃস্ব করে দিও না

ভুল কোরো না তুমি ভুল কোরো না,

ভুল বুঝে আমায় ,

Track created and

আপন করে কাছে নিলে

দু'চোখ ভরে স্বপ্ন দিলে,

দেখতে যদি হৃদয় চিঁড়ে

তুমি আমার কোথায় ছিলে।

আপন করে কাছে নিলে

দু'চোখ ভরে স্বপ্ন দিলে,

দেখতে যদি হৃদয় চিঁড়ে

তুমি আমার কোথায় ছিলে ।

এভাবে করোনা ছলনা

নিঃস্ব করে দিও না।

ভুল কোরো না তুমি ভুল কোরো না,

ভুল বুঝে আমায়

Monir Efty

বুকের মাঝে মাথা গুঁজে

ধরতে তুমি কত বাহানা

কোমল সুরে বলতে আমায়

কভু তুমি ভুলে যাবে না ।

বুকের মাঝে মাথা গুঁজে

ধরতে তুমি কত বাহানা

কোমল সুরে বলতে আমায়

কভু তুমি ভুলে যাবে না ।।

মনে কি তোমার পড়ে না

নিঃস্ব করে দিও না

ভুল কোরো না তুমি ভুল কোরো না,

ভুল বুঝে আমায় ,

মন ভেঙ না তুমি মন ভেঙ্গ না

মিথ্যে সুখের আশায়।

নিজেকে সড়িয়ে নিও না

নিঃস্ব করে দিও না

ভুল কোরো না তুমি ভুল কোরো না,

ভুল বুঝে আমায়।

(অনেক ধন্যবাদ)(M.E)

更多আসিফ আকবর热歌

查看全部logo

猜你喜欢