গানটি কেউ কপি করবেন না
মিউজিক ফলো করে গান করুন
কেন যে তোর মনের মতো হইতে পারলাম না,
কত ভালোবাসি তোরে কইতে পারলাম না।
মনের দুঃখ মনে রইলো মনের দুঃখ মনে রইলো
সইলাম বেদনা..
কেনো যে তোর মনের মতো হইতে পারলাম না,
কত ভালোবাসি তোরে কইতে পারলাম না।
আসুন সবাই মিলেমিশে গান করি
স্মুলের পরিবেশ সুন্দর রাখি
গানটি কেউ কপি করবেন না
তোরেই ভালোবেসে যাবো,জিতি কিবা হারি,
তোর জন্য কষ্ট নদী, দিয়ে যাবো পাড়ি।
তোরেই ভালোবেসে যাবো,জিতি কিবা হারি,
তোর জন্য কষ্ট নদী, দিয়ে যাবো পাড়ি।
ভালোবেসে সইতে রাজি
ভালোবেসে সইতে রাজি হাজার যাতনা।
কেনো যে তোর মনের মতো হইতে পারলাম না,
কত ভালোবাসি তোরে কইতে পারলাম না।
আপনাদের ভালো লাগাই আমার স্বার্থকতা
গান শেষে লাইক দিতে ভুলবেন না
গানটি কেউ কপি করবেন না
নিজে তুই লাটাই হইয়া,আমায় বানাস ঘুড়ি,
যেমন করেই উড়াস আমায়,তেমন করেই উড়ি।
নিজে তুই লাটাই হইয়া,আমায় বানাস ঘুড়ি,
যেমন করেই উড়াস আমায়,তেমন করে উড়ি।
তোর দুঃখে কাঁদি আমি তোর দুঃখে কাঁদি আমি
তুইতো কাঁদলিনা..
কেন যে তোর মনের মতো হইতে পারলাম না,
কত ভালোবাসি তোরে কইতে পারলাম না।
মনের দুঃখ মনে রইলো মনের দুঃখ মনে রইলো
সইলাম বেদনা..
কেনো যে তোর মনের মতো হইতে পারলাম না,
কত ভালোবাসি তোরে কইতে পারলাম না।
কেনো যে তোর মনের মতো হইতে পারলাম না,
কত ভালোবাসি তোরে কইতে পারলাম না।