menu-iconlogo
huatong
huatong
avatar

নাই কিছু আর

কাজী শুভhuatong
morissette_starhuatong
Lyrics
Recordings
নাই কিছু আর নিজের বলে

ভাসাইছি সব প্রেমেরও জলে

নাই কিছু আর নিজের বলে

ভাসাইছি সব প্রেমেরও জলে

যা যাওয়ার তা গেছে আমার.....

যায় আসে কি তাতে তোমার গো.....

নাই কিছু আর নিজের বলে

ভাসাইছি সব প্রেমেরও জলে

সুখের জমন বিলীন আমার

তোমার প্রেমের ফাঁন্দে

আহত এই পরান আমার

পইরা পইরা কান্দে

সুখের জমন বিলীন আমার

তোমার প্রেমের ফাঁন্দে

আহত এই পরান আমার

পইরা পইরা কান্দে

বিধির লিখন হয়তো এমন.......

কি আর আছে আমার করার গো

নাই কিছু আর নিজের বলে

ভাসাইছি সব প্রেমেরও জলে

ছাইড়া তুমি যাইবা আমায়

ভুলে ও ভাবেনাই মন

বিনা মেঘের বজ্রপাতে

নষ্ট হইল এ জীবন

ছাইড়া তুমি যাইবা আমায়

ভুলে ও ভাবেনাই মন

বিনা মেঘের বজ্রপাতে

নষ্ট হইল এ জীবন

বিধির লিখন হয়তো এমন.......

কি আর আছে আমার করার গো

নাই কিছু আর নিজের বলে

ভাসাইছি সব প্রেমেরও জলে

নাই কিছু আর নিজের বলে

ভাসাইছি সব প্রেমেরও জলে

More From কাজী শুভ

See alllogo

You May Like