না বুইঝা মনের গতি গো
না জাইনা প্রেমের রীতি
জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
হায়গো জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
না বুইঝা মনের গতি গো
না জাইনা প্রেমের রীতি
জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
হায়গো জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
আরো নতুন নতুন মিউজিক পেতে
আমাকে ফলো দিয়ে একটিভ থাকুন
তোমার মন চায় গো যারে
সে যদি না চায় তোমারে
তার পিছনে ঘোরার ফল হয় সাংঘাতি
তোমার মন চায় গো যারে
সে যদি না চায় তোমারে
তার পিছনে ঘোরার ফল হয় সাংঘাতি
একদিন চিল্লাইয়া জানাইয়া দিলে
শেষে হবা বেইজ্জতি
জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
না বুইঝা মনের গতি গো
না জাইনা প্রেমের রীতি
জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
হায়গো জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
আপনাদের উৎসাহ, ভালবাসা নিয়ে
বন্ধু হয়ে সবার পাশে থাকতে চাই
কেউ তোমারে ভালোবেসে
যদি তোমার কাছে আসে
কিংবা নয়ন ঘুরায় গো তোমার প্রতি
কেউ তোমারে ভালোবেসে
যদি তোমার কাছে আসে
কিংবা নয়ন ঘুরায় গো তোমার প্রতি
ওরে খুন করিলেও থাকে গোপন
আর যত সব ক্ষয় ক্ষতি
জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
না বুইঝা মনের গতি গো
না জাইনা প্রেমের রীতি
জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
হায়গো জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
স্মুলের পরিবেশ সুন্দর রাখা
আপনার আমার একান্ত দায়িত্ব
ভেবে কয় রসিক বাউলে
মন যদি চায় বুড়া কালে
তাতে কি আর ভূলবে যুবক যুবতী
ভেবে কয় রসিক বাউলে
মন যদি চায় বুড়া কালে
তাতে কি আর ভূলবে যুবক যুবতী
আবার ভূল কইরা প্রেম করতে গেলে
বিপরীত পরিস্থিতি
জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
না বুইঝা মনের গতি গো
না জাইনা প্রেমের রীতি
জোর কইরা করতে যাইয়ো না পিরিতি
হায়গো জোর কইরা করতে যাইয়ো না পিরিতি।
লাইক প্লিজ